সিনোফার্ম টিকা অনুমোদন না দেওয়ায় এনএমআরএ’র সাত সদস্যকে অপসারণ

0
9

জেভিপি’র সাবেক সাংসদ ডা. নালিন্দা জয়াতিসা গত রবিবার অভিযোগ করে বলেছেন, শ্রীলঙ্কার ওষুধ নিয়ন্ত্রক সংস্থার (এনএমআরএ) সাত জন সদস্যকে অপসারণ করা হয়েছে। চীনের তৈরি করোনাভাইরাসের টিকা সিনোফার্ম-এর অনুমোদন না দেওয়ার জেরে তাদের এনএমআরএ থেকে সরিয়ে দেওয়া হয়েছে শ্রীলঙ্কার স্বাস্থ্যমন্ত্রীর নির্দেশে। ডেইলি মিরর এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. নালিন্দা জয়াতিসা বলেন, চীনের সিনোফার্ম-এর তৈরি করোনা টিকা বিশ্লেষণ করে দেখার জন্য এনএমআরএ কর্তৃক নিযুক্ত বিশেষজ্ঞ কমিটি তা অনুমোদন দেয়নি। চীনা সংস্থাটি টিকা সম্পর্কিত প্রয়োজনীয় তথ্য দিতে ব্যর্থ হওয়ার কারণে বিশেষজ্ঞ কমিটি ওই সিদ্ধান্তে আসে।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞ কমিটি চীনের টিকা প্রস্তুতকারক প্রতিষ্ঠানের কাছে ১১টি বিষয়ে জানতে চেয়েছিল। প্রতিষ্ঠানটি মাত্র একটি প্রশ্নের উত্তর দিতে পেরেছে।

ডা. জয়াতিসা আরো বলেন, ৬০ বছরের বেশি বয়সীদের ওপর এই টিকা পরীক্ষা করেছিল কি না, টিকার তৃতীয় পর্যায়ের পরীক্ষার রিপোর্ট এবং টিকা দেওয়ার পর অ্যান্টিবডি তৈরির রিপোর্ট সম্পর্কে তথ্য চেয়েছিল বিশেষজ্ঞ কমিটি। তবে চীনা কম্পানিটি এসব তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। এসব কারণে এনএমআরএ সিনোফার্ম-এর তৈরি টিকা অনুমোদন দেয়নি।

তিনি আরো বলেন, বিশেষজ্ঞ কমিটি যখন এই টিকা অনুমোদন দিতে অস্বীকৃতি জানায়, তখন সরকার এবং স্বাস্থ্যমন্ত্রী এনএমআরএ থেকে সাত সদস্যকে অপসারণ করলো।

সূত্র: ডেইলি মিরর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here