চলন্ত ট্রেনে জন্ম, গ্যাংকারে পৌঁছে দেওয়া হলো বাড়িতে

0
0

চলন্ত ট্রেনে সন্তান জন্ম দেওয়া মুক্তি পারভীন (২৫) বাড়ি ফিরেছেন। আজ বুধবার দুপুরে দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের গাইনি ওয়ার্ড থেকে তাকে ছাড়পত্র দেওয়া হয়। মুক্তি পারভীন ও তার সন্তানকে বিনাভাড়ায় বাড়ি পৌঁছে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ, তাদের গ্যাংকারে করে।

বিদায়ের সময় বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহী সুফি নুর মোহাম্মদ দিনাজপুর রেলওয়ে স্টেশনে দুপুর ২টার সময় গ্যাংকারে তুলে দেন।

অপরদিকে, দিনাজপুর ২৫০ শয্যা জেনারেল হাসাপাতালের পক্ষ থেকে মুক্তি পারভীন ও নবজাতক মিতালীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়, যাতে বাড়ি গিয়ে কোনো ওষুধ কিনতে না হয়।

বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহী সুফি নুর মোহাম্মদ বলেন, মুক্তি পারভীন এবং তার নবজাতক পুরোপুরি সুস্থ। আমরা গ্যাংকার নিয়ে চেকিংয়ে বেরিয়েছিলাম, আমাদের রেলওয়ের লোকজনরা করোনাকালীন অলস সময় পার করছেন না কি কাজ করছেন তা দেখার জন্য। পাশাপাশি রেললাইন ও অন্যান্য কোনো মেরামতের কাজ রয়েছে কি-না তা যাচাই করছিলাম। এরই মধ্যে আমরা জানতে পারলাম যে, গত ৪ এপ্রিল ট্রেনে জন্ম নেওয়া নবজাতক ও তার মাকে হাসাপাতাল থেকে ছুটি দেওয়া হবে। তখন করোনাকালীন কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও মা ও সন্তানের যাতায়াত অন্য যেকোনো মাধ্যমের চেয়ে ট্রেন নিরাপদ। যেহেতু আমাদের সুযোগ রয়েছে তাই আমরা এই সুযোগ কাজে লাগিয়ে মা ও নবজাতককে আমাদের গ্যাংকারে করে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছি।

তিনি বলেন, সম্ভবত এটাই প্রথম কোনো ট্রেনের নামে সন্তানের নাম রাখা হলো মিতালী। আমরা প্রস্তাব দিয়েছিলাম। তার পিতা-মাতা এতে রাজি হয়েছেন।

বাড়ি যাওয়ার সময় মুক্তি পারভীনের সঙ্গে ছিলেন স্বামী মনসুর আলী ও বড় মেয়ে মুসফি (২)।

মুক্তি পারভীন-মনসুর আলী দম্পতির বাড়ি ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার ভুমরাদহ হাজীপাড়া গ্রামে।

এ ব্যাপারে জানতে চাইলে স্টেশন সুপারিনটেনডেন্ট এ বি এম জিয়াউর রহমান বিষয়টি জানান, প্রসূতি মাতা মুক্তি পারভীন ও নবজাতককে নিরাপদে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পেরেছি। এ জন্য আমরা বাংলাদেশ রেলওয়ে লালমনিরহাট বিভাগীয় ব্যবস্থাপক শাহী সুফি নুর মোহাম্মদ স্যারকে ধন্যবাদ জানাচ্ছি।

মুক্তি পারভীন বলেন, রেলওয়ে কর্তৃপক্ষ আমাদের সেবা দিয়েছে। তারা ট্রেনে সন্তান ভূমিষ্ঠ হওয়া থেকে শুরু করে আমাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া পর্যন্ত সবধরনের সহযোগিতা করেছে। আমরা সে জন্য সারাজীবন কৃতজ্ঞ থাকব।

দিনাজপুর রেলওয়ে স্টেশনে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। রেলওয়ের স্টাফরা সবাই হাত নেড়ে নবজাতক ও তার পরিবারকে বিদায় জানান।

উল্লেখ্য, গত ৪ এপ্রিল দ্রুতযান ট্রেনে নবজাতক কন্যা সন্তান জন্ম দেন মুক্তি পারভীন। এ সময় তাকে ট্রেনের মধ্যে রেলওয়ে কর্তৃপক্ষ সব ধরনের সহায়তা দেয়। সে দিন ওই ট্রেনে নতুন অতিথির আগমনের জন্য আন্তনগর দ্রুতযান ট্রেন নির্ধারিত সময়ের ১৩ মিনিট পর দিনাজপুর স্টেশন ছেড়ে গিয়েছিল। আজ বুধবার তারা নবজাতক ও তার পরিবারকে নিরাপদে গ্যাংকার ট্রেনে করে বাড়ি পৌঁছে দিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here