গাবতলী থেকে প্রাইভেটকারে যাত্রী বহন, ভাড়া ৫ গুণ

0
0

করোনার সংক্রমণ রোধে চলমান লকডাউনের আজ দ্বিতীয় দিন। গণপরিবহন বন্ধ থাকায় আজো ভোগান্তিতে অনেক যাত্রী।

রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, প্রাইভেটকারে যাতায়াত করে যাত্রীদের গুনতে হচ্ছে কয়েকগুণ বেশি ভাড়া।

মঙ্গলবার (৬ এপ্রিল) রাজধানীর ব্যস্ততম বাস টার্মিনাল গাবতলী গেলে দেখা যায়, গাবতলী থেকে আরিচা পর্যন্ত বাসে যেখানে ভাড়া নিতো ৯০ টাকা আজ প্রাইভেটকারে তা নেওয়া হচ্ছে ৫০০ টাকা। অর্থাৎ প্রতি যাত্রীকে ৫ গুণেরও বেশি ভাড়া গুনতে হচ্ছে।

দেখা যায়, বাস কাউন্টারের সামনে দাঁড়িয়েই কয়েকজন প্রাইভেটকার চালক আরিচা আরিচা বলে যাত্রী ডাকছেন। যাত্রীরা গিয়ে ভাড়া জিজ্ঞাসা করলে তারা ভাড়া বলছেন জনপ্রতি ৫০০ টাকা। এই ভাড়ার কথা শুনে অনেকেই রাজি হচ্ছেন যেতে। আবার কেউ কেউ দরদাম করছেন ভাড়া কমানোর জন্য।

কথা হয় আরিচা যাওয়ার জন্য আসা যাত্রী মোহাম্মদ ইকবাল হোসেনের সঙ্গে। তিনি বলেন, লকডাউন এর কারণে অফিস বন্ধ ঘোষণা করেছে তাই ঢাকায় থেকে কি করবো? এজন্য আমার বাড়ি ফরিদপুরে যাচ্ছি। কিন্তু কোন পরিবহন না চলায় খুব ভোগান্তিতে পড়তে হচ্ছে। এখানে এসে দেখি কিছু প্রাইভেট কার আরিচা যাচ্ছে যাত্রী নিয়ে। কিন্তু ভাড়া চাচ্ছে খুবই বেশি। গাবতলী থেকে আরিচা ৫০০ টাকা কিভাবে হয় বলেন?

তিনি বলেন, করোনার লকডাউনে প্রাইভেটকার চালকরা আমাদের মত সাধারণ যাত্রীদের জিম্মি করে রেখেছে। শুধুমাত্র প্রাইভেটকার চালকরাই না, আসার সময় সিএনজিচালকও কয়েক গুণ বেশি ভাড়া নিয়েছে। দেড়শ টাকার ভাড়া সাড়ে ৩০০ টাকা দিয়ে আসতে হয়েছে।

অপর এক যাত্রী অভিযোগ করে বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী গণপরিবহনে অর্ধেক যাত্রী নিয়ে যাওয়ার কথা রয়েছে। কিন্তু প্রাইভেটকার গুলোতে অর্ধেকের জায়গায় দ্বিগুণ যাত্রী তুলছে, আবার ভাড়াও নিচ্ছে অনেক বেশি। কিছু বলতেও পারছিনা, কারণ আমাদের যেতেই হবে।

একজন প্রাইভেটকার চালক এর সঙ্গে কথা বললে তিনি জানান, লোকজনের ভিতর অনেক ঝুঁকি নিয়ে রাস্তায় গাড়ি বের করেছি। তাছাড়া ঢাকা থেকে যাত্রী নিয়ে গেলেও আরিচা থেকে আসার সময় কোনো যাত্রী পাওয়া যায় না খালি আসতে হয়। তাই যাওয়ার সময় ভাড়াটা একটু বেশি নিচ্ছি।

দেখা যায়, যাত্রী এবং প্রাইভেটকার চালক মাস্ক পড়ে থাকলেও নেই কোন হ্যান্ড স্যানিটাইজার। আবার পিছনের সিটে দুইজন বা তিনজনে বসার স্থান থাকলেও সেখানে চারজন নেওয়া হচ্ছে। কোন ধরনের স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না এই প্রাইভেটকারগুলোতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here