করোনায় আরও ১৮ জনের মৃত্যু, শনাক্ত ১৮৯৯

0
0

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ জন ও বাড়িতে দুইজন মারা যান। এ নিয়ে দেশে পর্যন্ত ৮ হাজার ৬৪২ জনের মৃত্যু হয়েছে।

নতুন করে এক হাজার ৮৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জন। ২৪ ঘণ্টায় দেশে ১৮ হাজার ৯১৭ জনের নমুনা পরীক্ষা হয়েছে। দেশে রোগী শনাক্তের হার ১০ দশমিক শূন্য চার শতাংশ।

শুক্রবার দুপুরে করোনা ভাইরাসের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ সময়ের মধ্যে সুস্থ হয়েছেন ১ হাজার ৬১৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন হয়েছে।

বাংলাদেশে গত ৮ মার্চ প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য শিক্ষা প্রতিষ্ঠানসহ সব সরকারি-বেসরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়। করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেওয়া হয়েছে। তবে বেশ কয়েক ধাপ বাড়ানোর পর আগামী ৩০ মার্চ স্কুল-কলেজ খুলে দেওয়ার কথা রয়েছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here