সংখ্যালঘুদের ওপর হামলা অশনি সংকেত: মির্জা ফখরুল

0
0

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জের শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, ‘হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা কোনো অশুভ উদ্দেশ্য নিয়ে সংঘটিত হয়েছে কি না তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ ঘটনা এক অশনি সংকেত।’
গতকাল বৃহস্পতিবার বিকালে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি অভিযোগ করেন, ‘আওয়ামী সরকার যখনই ক্ষমতায় আসে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের মাত্রা বেড়ে যায়। বেশ কয়েক বছর ধরে ক্ষমতাসীন দলের লোকদের দ্বারা সংখ্যালঘুদের ওপর হামলা, বাড়িঘর ও দেবালয়ে অগ্নিসংযোগ, সম্পত্তি দখল ইত্যাদির হিড়িক চলছে।’
‘এরই ধারাবাহিকতায় গতকাল সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নববি গ্রামে হিন্দুদের বাড়িতে হামলা চালানো হয়েছে’Ñবলে দাবি করেন বিএনপি মহাসচিব।
ফখরুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। বাংলাদেশের মানুষ ধর্ম নিয়ে কোনো হানাহানিতে বিশ্বাসী নয়। যুগ যুগ ধরে এ দেশে সব ধর্মের মানুষ কোনো বিভেদ ছাড়াই নিজ নিজ ধর্মীয় অনুষ্ঠান পালন করে আসছেন। সরকারের পক্ষ থেকে বারবার সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলা হলেও এই সরকারের আমলে সংখ্যালঘুদের ওপর আক্রমণের মাত্রা সীমাহীন পর্যায়ে পৌঁছেছে।’
বিবৃতিতে অবিলম্বে সুনামগঞ্জে হিন্দুদের বাড়িতে হামলাকারীদের বিচার ও গ্রেপ্তার দাবি করেন মির্জা ফখরুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here