মিয়ানমারে নির্বিচারে গুলি থেকে বাঁচতে ভারতে আশ্রয়

0
0

মিয়ানমারে সেনা অভ্যুত্থানের পর থেকে পুলিশের গুলিতে ১৪০ জন আন্দোলনকারী নিহত হয়েছেন। নির্বিচারে গুলি থেকে বাঁচতে এখন পর্যন্ত পুলিশসহ দেশটির চার শতাধিক নাগরিক আশ্রয় নিয়েছে প্রতিবেশী দেশ ভারতে।

পুলিশ সদস্যরা তাদের পোশাক খুলে পলিথিনে ভরে সাদা পোশাকে সীমান্ত দিয়ে ভারতে আসেন। ভারতের মিজোরাম রাজ্যে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছেন পুলিশ ছাড়াও অনেক জেলে। নাম প্রকাশে অনিচ্ছুক মিজোরামের এক পুলিশ কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, ‘১২ মার্চ পর্যন্ত ১১৬ পুলিশ মিয়ানমার থেকে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন।’

পালিয়ে আসা পুলিশ জানিয়েছে, সামরিক জান্তা সরকার তাদের আন্দোলনকারী নিরপরাধ মানুষকে নির্বিচারে গুলি করে হত্যার নির্দেশ দিয়েছে। এ মানবতাবিরোধী কাজ থেকে নিজেদের বিরত রাখতে বাধ্য হয়ে তারা ভারতে আশ্রয় চেয়েছেন।
এদিকে, মিয়ানমার থেকে পালিয়ে যেন কেউ প্রবেশ করতে না পারে, এ জন্য পার্বত্য ওই রাজ্যে টহল বৃদ্ধি করতে নির্দেশ দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here