৪ বছর পর পাকিস্তান দলে ‘ম্যাচ ফিক্সার’ শারজিল

0
0

চার বছর পর ওপেনার শারজিল খানকে ফিরিয়ে এনে আসন্ন দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে শুধুমাত্র টি-টোয়েন্টি দলে রাখা হয়েছে শারজিলকে। এছাড়া তিন ফরম্যাটের দলে তিন নতুন মুখও রয়েছে। টেস্ট দলে নতুন মুখ পেসার শাহনওয়াজ ধানি। ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে আছেন ১৯ বছর বয়সী পেসার মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। টি-টোয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ২০ বছর বয়সী পেসার আরশাদ ইকবাল।

২০১৭ পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ফিক্সিংয়ের কারণে দীর্ঘদিন নিষিদ্ধ ছিলেন শারজিল। নিষেধাজ্ঞা শেষে এবার তিনি দলে ফিরলেন। পিএসএলের চলতি বছরের আসরে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন শারজিল। এছাড়া ঘরোয়া টি-টোয়েন্টি আসর ন্যাশনাল কাপে ২৩৩ রান করে সবার নজর কাড়েন। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে তিন ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে পাকিস্তান দল। আগামী ২ এপ্রিল থেকে ওয়ানডে দিয়ে লড়াই শুরু হবে। এরপর জিম্বাবুয়ের মাটিতে ২টি টেস্ট ও তিন টি-টোয়েন্টি খেলার কথা রয়েছে পাকিস্তানের।

ওয়ানডে দল : বাবর আজম (অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, আব্দুল্লাহ শফিক, হায়দার আলী, দানিশ আজিজ, সৌউদ শাকিল, ফাহিম আশরাফ, শাদাব খান, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী এবং উসমান কাদির।

টি-টোয়েন্টি দল : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান, শারজিল খান, মোহাম্মদ হাফিজ, হায়দার আলী, দানিশ আজিজ, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, হাসান আলী, আরশাদ ইকবাল এবং উসমান কাদির।

টেস্ট দল : বাবর আজম (অধিনায়ক), ইমরান বাট, আবিদ আলী, আব্দুল্লাহ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, সৌউদ শাকিল, আগা সালমান, ফাহিম আশরাফ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, তাবিজ খান, হাসান আলী, শাহনেওয়াজ ধানি, নুমান আলী, জাহিদ মাহমুদ এবং সাজিদ খান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here