করোনা নিয়ন্ত্রণে ব্যর্থতা: সব মন্ত্রীকে পদত্যাগের নির্দেশ প্যারাগুয়ে প্রেসিডেন্টের

0
0

করোনাভাইরাস মহামারী সামাল দিতে ব্যর্থ সরকারের বিরুদ্ধে প্যারাগুয়েতে বিক্ষোভ চলছে। বিরোধীরা সরকার ভেঙে দিয়ে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে।

এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট মারিও আবদো বেনিতেজ তার সব মন্ত্রীকে পদত্যাগ করতে নির্দেশ দিয়েছেন। আজ রবিবার সকালে বিবিসি এ খবর প্রকাশ করেছে।

প্যারাগুয়েতে মাত্র ০.১ ভাগেরও কম মানুষ করোনা টিকা নিয়েছেন। স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা দেওয়ার মতো ওষুধ নেই।
প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে নতুন করে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিরোধীরা। তারা সরকারের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতিরও অভিযোগ এনেছে।

প্যারাগুয়েতে ১ লাখ ৬৫ হাজারের বেশি মানুষের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছে প্রায় ৩ হাজার ২০০ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here