ভূমিকম্প-ভীতি কাটিয়ে অনুশীলনে বাংলাদেশ

0
0

তিন দফা শক্তিশালী ভূমিকম্পের পর সব ভয়-শঙ্কা কাটিয়ে নিউজিল্যান্ডে অনুশীলন করেছেন তামিম ইকবালরা।

বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বাংলাদেশি সাংবাদিকদের সামাজিক যোগাযোগমাধ্যম গ্রুপে পাঠানো একটি ভিডিও বার্তায় জানিয়েছেন, সুনামির সতর্কতা তুলে নেওয়ায় নিশ্চিন্তে তারা অনুশীলন করছেন।

সর্বশেষ নিউজিল্যান্ড সফরও বাংলাদেশের জন্য সুখকর কিছু ছিল না। ২০১৯ সালের শুরুতে ক্রাইস্টচার্চে এক মসজিদে উন্মত্ত বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে ৫০ জন মুসল্লিকে খুন করে।

বাংলাদেশ দলের ক্রিকেটাররাও সেই মসজিদে জুম্মার নামাজ পড়তে যাচ্ছিলেন। ক্রিকেটাররা মসজিদে যাওয়ার কিছুক্ষণ আগে এই নারকীয় ঘটনা ঘটে।

ভিডিওতে জালাল ইউনুস বলেছেন, ‘নিউজিল্যান্ডে স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টা ২৭ মিনিটে নর্থ আইসল্যান্ডের ইস্ট কোস্টের দিকে একটি ভূমিকম্প হয়, যা ক্রাইস্টচার্চ থেকে প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে সমুদ্রের গভীরে হয়েছিল। সেখান থেকে সুনামি হওয়ার আশঙ্কা ছিল উত্তরাঞ্চলের সৈকত সংলগ্ন এলাকায়। তবে তার প্রভাব পড়েনি ক্রাইস্টচার্চে। বাংলাদেশ দল ভালো আছে, আমরা সবাই সুস্থ আছি, নিরাপদে আছি।’

‘যেভাবে আমাদের নিয়মমাফিক অনুশীলন ছিল, সেভাবে চালিয়ে যাচ্ছি। চারটি গ্রুপে খেলোয়াড়রা অনুশীলন করেছে, জিম করেছে। সরকার ও ক্রিকেট বোর্ডের সঙ্গে সব সময় যোগাযোগ আছে, তারা আমাদের চিন্তা করতে মানা করেছে। সবকিছু ঠিক আছে, যেসব অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে তাও তুলে নেওয়া হচ্ছে। আমরা সূচি অনুযায়ী কাজ চালিয়ে যাব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here