হবিগঞ্জের সাতছড়িতে বিজিবির অভিযান, গোলাবারুদ উদ্ধার

0
0

হবিগঞ্জের সাতছড়ি জাতীয় উদ্যানে অভিযান চালিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্যানের প্রায় এক কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে গতকাল মঙ্গলবার সন্ধ্যা থেকে এ অভিযান শুরু হয়।

৫৫ বিজিবির কোম্পানি কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। রাতে গহীন জঙ্গলে বিপুল গোলাবারুদের সন্ধান মেলে। এর আগে কয়েক দফা অভিযান চালিয়ে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছিল র‌্যাব।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাত/আটটি গাড়িতে করে বিজিবির একটি দল বিকেলে সাতছড়ি জাতীয় উদ্যানে অবস্থান নেয়। তারা সন্ধ্যার পর উদ্যানের প্রধান সড়ক থেকে প্রায় এক কিলোমিটার ভেতরে গহীন জঙ্গলে প্রবেশ করে। সেখানে কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

বিজিবির কোম্পানি কমান্ডার লে. কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, গহীন জঙ্গলে গোলাবারুদ রয়েছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। বিপুল গোলাবারুদের সন্ধান পাওয়া গেছে।

অভিযানের বিষয়ে আজ বুধবার সকাল ১০টায় সাতছড়ি জাতীয় উদ্যানে সংবাদ সম্মেলন করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here