মে নাগাদ কোভ্যাক্স থেকে ১ কোটির বেশি টিকা পাচ্ছে বাংলাদেশ

0
0

বিশ্ব স্বাস্থ্য সংস্থা, গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমিউনাইজেশনস বা গ্যাভি ও কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনসের প্ল্যাটফর্ম কোভ্যাক্স।

এ কর্মসূচির আওতায় কোন কোন দেশ মে মাসের শেষ নাগাদ করোনার টিকা পেতে যাচ্ছে তার তালিকা প্রকাশ হয়েছে মঙ্গলবার। সেখানে টিকার সংখ্যাও উল্লেখ করা হয়েছে। এ হিসেবে ১ কোটি ৯ লাখ ৮ হাজার টিকা পাবে বাংলাদেশ।

১৪২ দেশে ২৩ কোটি ৭ লাখ অক্সফোর্ড/অ্যাসট্রাজেনেকা টিকা বিতরণ করা হবে আগামী তিন মাসে।

কোভাক্স একে ‘মহামারি মোকাবিলায় একমাত্র বৈশ্বিক সমাধান’ হিসেবে উল্লেখ করেছে।

করোনা প্রতিরোধে দরিদ্র এবং মধ্যম আয়ের দেশগুলোকে বিনা মূল্যে টিকা সরবরাহ করতেই কোভ্যাক্সের এ উদ্যোগ। মঙ্গলবারের তালিকা অনুযায়ী, এ দফায় সবচেয়ে বেশি টিকা যে দেশগুলো পাবে, তার মধ্যে বাংলাদেশ আছে ৪ নম্বরে। অন্য দেশগুলো হলো নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও ব্রাজিল।

এর মধ্যে পাকিস্তান ১ কোটি ৪৬ লাখ ৪০ হাজার, নাইজেরিয়া ১ কোটি ৩৬ লাখ ৫৬ হাজার, ইন্দোনেশিয়া ১ কোটি ১৭ লাখ ৪ হাজার ৮০০ ও ব্রাজিল ৯১ লাখ ২২ হাজার ৪০০ টিকা পাবে। মে মাসের শেষ দিকে ভারতও কোভ্যাক্সের টিকার বড় সরবরাহ পেতে পারে।

কোভ্যাক্স প্রথম দফায় অক্সফোর্ড/অ্যাস্ট্রাজেনেকার পাশাপাশি ফাইজার ও বায়োএনটেকের ১২ লাখ ডোজ টিকা সরবরাহ করবে।

জানা গেছে, ৯২টি চরম দরিদ্র দেশ এ টিকা বিনামূল্যে পাবে। যার মধ্যে চলতি সপ্তাহেই ঘানা ৬ লাখ ডোজ টিকা পেয়েছে। এ টিকার প্রতি ডোজের দাম পড়ছে সর্বোচ্চ ৩ ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here