টিকা ব্যবস্থাপনা নিয়ে বাংলাদেশের প্রশংসা করছে গোটা বিশ্ব : স্বাস্থ্যমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসের টিকা ব্যবস্থাপনা নিয়ে গোটা বিশ্ব বাংলাদেশের প্রশংসা করছে। স্বাস্থ্যমন্ত্রী আজ বুধবার সচিবালয়ে তাঁর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘(দেশে) ৩৩ লাখ মানুষ (করোনার) টিকা নিয়েছেন। সবাই সুস্থ ও নিরাপদ আছেন। কারো কোনো সমস্যা হয়নি, এটাই আমাদের বড় অর্জন।

স্বাস্থ্যমন্ত্রী এ সময় জানান, দেশে করোনার টিকা নেওয়ার জন্য প্রায় ৪৫ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

এ ছাড়া সংবাদ সম্মেলনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী বলেন, ‘টিকা ব্যবস্থাপনা নিয়ে গোটা বিশ্ব আমাদের প্রশংসা করছে। দেশবাসী প্রশংসা করছে।’

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামী জুন-জুলাইয়ের মধ্যে চার কোটি টিকা কাছে আমাদের কাছে মজুদ হচ্ছে। এর বাইরে কোভ্যাক্স এক কোটি ৯ লাখ টিকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

‘টিকা কেনার জন্য বিশ্বব্যাংক পাঁচশ মিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছে। এ ছাড়া কয়েকটি আন্তর্জাতিক সংস্থা টিকা কার্যক্রম পরিচালনার জন্য সাড়ে তিন হাজার মিলিয়ন ডলার দিতে চায়, যোগ করেন স্বাস্থ্যমন্ত্রী।

সংবাদ সম্মেলনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে, জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের শীর্ষস্থানীয় অলাভজনক স্বাস্থ্য বিষয়ক সংস্থা কোয়ালিশন ফর এপিডেমিক প্রিপেয়ার্ডনেস ইনোভেশনস (সিইপিআই), বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ও ভ্যাকসিন অ্যালায়েন্স- গ্যাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচি থেকে আগামী মে মাসের মধ্যে বাংলাদেশ এক কোটি ৯ লাখ আট হাজার কোভিড-১৯-এর টিকা পাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here