বিশ্বব্যাপী চলছে করোনার প্রকোপ। এখন পর্যন্ত প্রায় সাড়ে ২৫ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনা থেকে সেরে উঠেছেন ৯ কোটি ৬ লাখের বেশি মানুষ।
গত ২৪ ঘণ্টায় বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে ৬ হাজার ৩৫৬ জনের। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ১৯ হাজার ৮৮০ জন।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৪৯ লাখ ৮৬ হাজার ৮০৩ জন। মৃত্যু হয়েছে ২৫ লাখ ৪৯ হাজার ৭২৫ জন। করোনা থেকে সুস্থ হয়েছেন ৯ কোটি ৬ লাখ ৯৫ হাজার ৬৮৩ জন।
করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি ঘটেছে মার্কিন যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৯৩ লাখ ১৪ হাজার ২৫৪ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ৫ লাখ ২৭ হাজার ২২৬ জন।
তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ১২ লাখ ২৩ হাজার ৬১৯ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ২৭৫ জন।
তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৫ লাখ ৮৯ হাজার ৬০৮ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ৫৫ হাজার ৮৩৬ জন।