অবশেষে কর্মস্থলে যোগ দিলেন সেই ড্রাইভার!

0
0

তদবির করেও শেষ রক্ষা হলো না বির্তকিত, দায়িত্ব পালনের অনীহা প্রকাশ করা চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশনের সেই ড্রাইভার। অবশেষে মনিরুজ্জামান বদলীকৃত কর্মস্থলে যোগ দিয়েছেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনে অনীহা, অসহযোগিতা এবং অসদাচারণসহ নানা অভিযোগ উঠার পর গত ২৫ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের সহকারী সচিব মোহাম্মদ শহীদুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশ দেয়া হয়। এরপর অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সুপারিশসহ টানা বেশ কয়েকদিন বিভিন্ন বদলী লবিং করার পরও শেষ রক্ষা হয়নি। মনিরুজ্জামান চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের গাড়ির ড্রাইভার ছিল। এই কর্মকর্তা দায়িত্ব নিয়ে নিজের এই ড্রাইভারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিল আঞ্চলিক কর্মকর্তার মাধ্যমে নির্বাচন কমিশনে। সেই কর্মকর্তা আবার ড্রাইভারের বদলী টেকাতে সুপারিশও করেছেন নির্বাচন কমিশনে। এই ড্রাইভারের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা নির্বাচন কমিশন অফিসের এনআইডি জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগও রয়েছে দুদকে।

আরও জানা গেছে, চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমানের বিরুদ্ধেও রয়েছে কর্মচারীকে মারধরের অভিযোগ। বিনা কারণে মারধরের অপরাধে ভুলও স্বীকার করেছেন সেই কর্মকর্তা। একই অফিসের দুই কর্মকর্তা-কর্মচারির নানা অপরাধের বিষয়ে নির্বাচন কমিশন অফিসে চলছে ব্যাপক তোলপাড়।
চট্টগ্রাম থেকে নোয়াখালীর নির্বাচন অফিসের নতুন কর্মস্থলে সোমবার নতুন কর্মস্থলে যোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন নোয়াখালী জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা রবিউল আলম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here