বগুড়ায় বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

0
35

নিজস্ব প্রতিবেদক: বগুড়ার শাজাহানপুর উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। উপজেলার মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে আজ শুক্রবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, শাওন পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস আজ শুক্রবার ঢাকার উদ্দেশে যাচ্ছিল। বাসটি মাঝিড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় ওই বাসের সঙ্গে একটি সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ঘটনাস্থলে অটোরিকশার চালকসহ চারজন গুরুতর আহত হন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত ব্যক্তিদের উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বাসের বেশ কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। তাঁরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

দুর্ঘটনার পর মহাসড়কে ঘণ্টাব্যাপী যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের সহযোগিতায় সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here