দেশে একজন মুক্তিযোদ্ধাও কষ্টে থাকবে না: প্রধানমন্ত্রী

0
0

 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সপরিবারে বঙ্গবন্ধুকে হত্যার পর বীর মুক্তিযোদ্ধারা ছিলেন সবচেয়ে বেশি অবহেলিত। তার সরকার মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রিয় সম্মাননাসহ স্বস্তিতে জীবন ধারণের জন্য সবধরনের সহযোগিতা করছে। ভবিষ্যত প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতেও নানা পদক্ষেপ নেয়া হয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

ডিজিটাল পদ্ধতিতে সরাসরি বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের কাছে সম্মানী ভাতা পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। এ উপলক্ষে আজ সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, দেশের মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করা হয়েছে। ভোট দিয়ে জনগণের সেবার সুযোগ দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

মুক্তিযুদ্ধ এবং বীর শহীদদের স্মৃতি রক্ষা করতে কাজ করছে সরকার। একটি মুক্তিযোদ্ধা পরিবারও অবহেলিত থাকবেনা।

শেখ হাসিনা বলেন, মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের গৌরবগাঁথা যেন প্রজন্মের পর প্রজন্ম ধারন করতে পারে সে জন্য নানা পদক্ষেপ নিয়েছে সরকার। পরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই অনুষ্ঠানে যুক্ত হওয়া বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here