মাদক কারবারিদের ট্রাকের চাপায় র‌্যাব সদস্য নিহত

0
0

মাদক বহনকারীদের ধরতে অভিযান চলাকালে বেপরোয়া মাদক কারবারিদের ট্রাকের চাপায় র‌্যাবের এক সদস্য নিহত হয়েছেন।

নিহত র‌্যাব সদস্যের নাম মো. ইদ্রিস মোল্লা (২৮)। তিনি মানিকগঞ্জের ঘিওর থানার কেল্লাই গ্রামের ইমান মোল্লার ছেলে।

আজ রবিবার সকালে ভালুকা এলাকায় কোকাকোলা ফ্যাক্টরির কাছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

র‌্যাব-১এর অধিনায়ক লে. কর্নেল মো. মুনির হাসান জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে গোপন সূত্রে জানা যায়, গাজীপুর মহানগরীর টঙ্গী হতে ৩০ কেজি গাঁজা নিয়ে একটি মাদকের চালান মাওনা হয়ে ময়মনসিংহ যাচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে র‌্যাব-১ এর একটি দল পোড়াবাড়ী ক্যাম্পের সামনে একটি চেকপোস্ট বসায়। সকাল সাড়ে ছয়টার দিকে সন্দেহজনক একটি ট্রাককে চেকপোস্টে থামার জন্য সংকেত দিলেও ট্রাকটি তা অমান্য করে চলে যায়।

তিনি বলেন, পরে র‌্যাব সদস্য কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা ও সিনিয়র ডিএডি মো. গোলাম মোস্তফা মোটরসাইকেল নিয়ে ট্রাকের পেছনে ধাওয়া করে। ট্রাকটি বাঘের বাজার এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থায় মোটরসাইকেলের সামনে এক বস্তা গাঁজা রাস্তার ওপরে ফেলে ধাওয়ারত র‌্যাব সদস্যদের হত্যার চেষ্টা করে। মোটরসাইকেলের পেছনে বসা ডিএডি মো. গোলাম মোস্তফা রাস্তা হতে গাঁজা সংগ্রহ করে ওই স্থানে অবস্থান করতে থাকে। কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা একাই ট্রাকের পেছনে অনুসরণ করতে থাকেন এবং তার পেছনে র‌্যাবের একটি মাইক্রোবাসও ট্রাকটি অনুসরণ করছিল।

তিনি বলেন, মোটরসাইকেল নিয়ে র‌্যাব সদস্য মো. ইদ্রিস মোল্লা গাজীপুর পার হয়ে ভালুকার দিকে কোকাকোলা ফ্যাক্টরির বিপরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ট্রাকটির গতিরোধ করে। একপর্যায়ে মাদক বহনকারী ট্রাক চালক র‌্যাব সদস্যকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কনস্টেবল তিনি মারা যান। তার মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। পরে ধাওয়া করে ট্রাকটি ময়মনসিংহের সিডষ্টোর এলাকা হতে আটক করা হয়। ট্রাকটির ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে।

এ ঘটনায় ভালুকা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। মাদক বহনকারী ট্রাকটির ড্রাইভার ও হেলপারকে আটকে অভিযান চলছে।

উল্লেখ্য, কনস্টেবল মো. ইদ্রিস মোল্লা ২০১১ সালের ২২ ডিসেম্বর বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ২০১৯ সালের ৩০ মে বাংলাদেশ পুলিশ বাহিনী হতে প্রেষণে র‌্যাবে যোগেদান করেন। র‌্যাবের পক্ষ হতে নিহত মো. ইদ্রিস মোল্লার স্ত্রীকে এক লাখ টাকা ও তার পিতাকে পঞ্চাশ হাজার টাকা প্রদান করা হয়েছে।

র‌্যাব জানায়, ইতিপূর্বেও বিভিন্ন অভিযান চলাকালে র‌্যাবের ২৭ জন সদস্য শহীদ হয়েছেন এবং ২২ জন সদস্য গুলিবিদ্ধ হন। এ ছাড়া অভিযান চলাকালীন সময়ে গুরুতর আহত হয়েছেন পাঁচ শতাধিক র‌্যাব সদস্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here