বাগদাদে মার্কিন নেতৃত্বাধীন বহরে বোমা হামলা, ৪ শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা বহিষ্কার

0
0

ইরাকের রাজধানী বাগদাদে গত বৃহস্পতিবার ভয়াবহ জোড়া বোমা হামলার পর নিরাপত্তা বাহিনীর শীর্ষ পর্যায়ের চার কর্মকর্তাকে বহিষ্কার করেছেন দেশটির প্রধানমন্ত্রী মুস্তাফা আল-কাজেমি।

রাজধানী বাগদাদের নিরাপত্তা কাঠামোয় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার জন্য তিনি এ ব্যবস্থা নিয়েছেন। তিনি জনগণের উদ্দেশে বলেছেন, তার সরকার এই ধরনের হামলার পুনরাবৃত্তি কোনভাবেই মেনে নেবে না।

শুক্রবার ইরাকি ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের জরুরি বৈঠকে প্রধানমন্ত্রীর মুস্তাফা আল-কাজেমি সভাপতিত্ব করেন। ওই বৈঠকে নিরাপত্তা বিষয়ক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হয়। বৈঠকে নিরাপত্তাবাহিনী শীর্ষ পর্যায়ের কমান্ডাররা উপস্থিত ছিলেন। নিরাপত্তা বাহিনীর উদাসীনতার কারণে রাজধানী বাগদাদে জোড়া বোমা হামলার এই ভয়াবহ ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে।

বাগদাদের তাইয়ারান চত্বরে বৃহস্পতিবার ওই জোড়া বোমা হামলায় অন্তত ৩২ জন নিহত এবং ১১০ জন আহত হয়েছে। হামলার কয়েক ঘণ্টা পর উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এর দায়িত্ব স্বীকার করেছে।

শুক্রবারের বৈঠকে প্রধানমন্ত্রী কাজেমি স্পষ্ট করে বলেছেন, রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় ত্রুটি রয়েছে যা দ্রুত ঠিক করতে হবে। তিনি বলেছেন, “আমরা নিরাপত্তা ও সামরিক কাঠামোয় গুরুত্বপূর্ণ কয়েকটি পরিবর্তন এনেছি এবং ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য পূর্ণাঙ্গ ও কার্যকর নিরাপত্তা পরিকল্পনা নিয়ে কাজ করছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here