‘পাক সেনাদের বিপুল অর্থ ঘুষ দিয়েছে চীন’

0
20

চীন-পাক অর্থনৈতিক করিডর (সিপেক) প্রকল্প নিয়ে পাকিস্তানের শীর্ষ আমলারা গভীর উদ্বেগ প্রকাশ করে একটি অডিট রিপোর্ট পেশ করেছেন। পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে দেওয়া ২৭৮ পাতার ওই রিপোর্টের প্রতি পাতায় রয়েছে চীনের প্রতি বিষোদ্গার।

ওই রিপোর্টে প্রধানমন্ত্রী ইমরান খানকে বলা হয়েছে, এই প্রকল্প তৈরির সময় থেকে দফায় দফায় পাকিস্তানের সেনাকর্তাদের বিপুল পরিমাণ ঘুষ দিয়েছে চীন। পাকিস্তানের শীর্ষ সেনা জেনারেল ও কমান্ডাররা মোট ৬২ কোটি ৫০ লক্ষ ডলার ঘুষ নিয়েছেন। এই টাকায় তারা নামে বেনামে আমেরিকা ও ইউরোপে বিপুল সম্পত্তি কিনেছেন।

রিপোর্টে আরও বলা হয়েছে, সবচেয়ে বেশি ঘুষ খেয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা লেফটেন্যান্ট জেনারেল আসিম সেলিম বাজওয়া। কারণ তিনিই হলেন সিপেক প্রকল্পের প্রধান কর্তা।

প্রায় ছয় হাজার কোটি ডলারের এই প্রকল্পে পাক সেনাকর্তা ও পাকিস্তানের বহু আমলা বিপুল ঘুষ নিয়েছেন বলে অডিট রিপোর্টে ধরা পড়েছে। তবে এই খবর সরকারের কাছে নেই বলে জানানো হয়েছে ওই অডিট রিপোর্টে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here