কয়েক মাসের মধ্যে কঙ্গনার রনৌতের বিরুদ্ধে পুলিশের কাছে অনেকগুলো অভিযোগ জমেছে। এর মধ্যে অন্যতম নামি গীতিকবি ও এক সময়ের চিত্রনাট্যকার জাভেদ আখতারের মানহানি মামলা।
নভেম্বরে কঙ্গনার বিরুদ্ধে এ মামলা করেন জাভেদ। সেই প্রেক্ষিতেই শুক্রবার মুম্বাই পুলিশের তরফে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় অভিনেত্রীকে।
এমন ঘোলাটে পরিস্থিতিতে নিজের মুখ একদমই বন্ধ রাখেননি কঙ্গনা। স্বভাব মতোই মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে প্রশাসনের বিরুদ্ধে তোপ দাগেন। তার মন্তব্য, “সব নেকড়ের দল এসেছে, আমাকে জেলে ঢোকানোর জন্য!”
জাভেদ আখতার ও মুম্বাই পুলিশকে ‘নেকড়ের দল’ বলে কটাক্ষ করেই শুধু ক্ষান্ত থাকেননি। কঙ্গনার কথায়, “আমাকে জেলে ভরো। অত্যাচার করো। আরও পাঁচশটা মামলা দায়ের করো। মরে গিয়েও আমার অস্থি-ছাই তোমাদের ছেড়ে কথা বলবে না। তোমাদের মতো নেকড়েদের দেখে নেবো।”
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই খবরের শিরোনামে কঙ্গনা। সেই সময় থেকেই বলিউডের ডাকসাইটে তারকাদের প্রতি একের পর এক ক্ষোভ উগরে দেন সোশ্যাল মিডিয়ায়। তার বাক্যবাণ থেকে বাদ যাননি কিংবদন্তিসম জাভেদ আখতারও। এক টিভি চ্যানেলের অনুষ্ঠানে সুশান্তর মৃত্যুর ঘটনায় জাভেদের নাম টেনে আনেন কঙ্গনা। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ভাইরালও হয়।
অভিনেত্রী সেখানে বলেন, জাভেদ আখতার নাকি তাকে হুমকি দিয়েছেন রোশন পরিবারের বিরুদ্ধে কঙ্গনা যেন মুখ না খোলেন!
হৃতিক রোশন ও কঙ্গনার সম্পর্ক নিয়ে গুঞ্জন সবারই জানা। আর সেই প্রসঙ্গ টেনে এনেই তিনি জাভেদের বিরুদ্ধে একাধিকবার কুরুচিকর মন্তব্য করেন।