নির্বাচনী সহিংসতার সাথে জড়িত থাকার অভিযোগে ছয় ‘বহিরাগত’কে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন আলমগীর হোসেন, মো আজিজ, এসএম তারেকুর রহমান রাকিব, জিয়াউদ্দিন বাবুল, মনির হোসেন এবং মো রাশেদুজ্জামান। বৃহস্পতিবার রাতে এবং শুক্রবার নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
সিএমপির কোতোয়ালী থানার ওসি নেজাম উদ্দিন জানান, গ্রেফতারকৃরা নগরীর কাজির দেউরী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগ নেতাদের ওপর হামলার সাথে সম্পৃক্ত। তারা নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে জড়ো হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা হামলার সাথে সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছেন।
প্রসঙ্গত, গত ২০ জানুয়ারি নগরীর কাজীর দেউরী এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটে। পরে এ ঘটনায় বিএনপি, যুবদল এবং ছাত্রদলের ৬৫ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।