ক্রীড়া ডেস্ক:ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আগের ম্যাচেই একটি রেকর্ডে মাশরাফি বিন মুর্তজাকে ছাড়িয়েছিলেন মুশফিকুর রহিম। শুক্রবার একাদশে থেকেই তিনি স্পর্শ করলেন ম্যাশের আরেকটি রেকর্ড।
গত বুধবার মুশফিক খেলে ফেলেছেন ২১৯তম ওয়ানডে। বাংলাদেশের হয়ে সেদিনই সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড তিনি নিজের করে নেন সেদিন। ২১৮ ওয়ানডে খেলে আগের রেকর্ড ছিল এই সিরিজেই দলে জায়গা হারানো মাশরাফির।
দেশের জার্সিতে ২১৮ ওয়ানডে খেললেও মাশরাফির ওয়ানডে ক্যারিয়ারে ২২০ ম্যাচের। ২০০৭ আফ্রো-এশিয়া কাপে দুটি ওয়ানডে খেলেছিলেন তিনি এশিয়া একাদশের হয়ে। শুক্রবারের ম্যাচ দিয়ে ২২০ ম্যাচ হয়ে যাচ্ছে মুশফিকেরও। কোনো বাংলাদেশি ক্রিকেটারের সবচেয়ে বেশি ওয়ানডে খেলার রেকর্ড এখন যৌথভাবে মাশরাফি ও মুশফিকের। পরের ম্যাচ খেললেই রেকর্ডটি এককভাবে হয়ে যাবে মুশফিকের।
শুক্রবার তামিম ইকবাল খেলছেন ২০৯তম ওয়ানডে, সাকিবের ২০৮তম ওয়ানডে। দুজনই ক্যারিয়ারের সব ওয়ানডে খেলেছেন বাংলাদেশের হয়ে।