বাংলাদেশে ট্রায়ালের প্রস্তাব ভারত বায়োটেকের

0
0

ভারতের টিকা প্রস্তুতকারক কোম্পানি ‘ভারত বায়োটেক’ বাংলাদেশে তাদের করোনা টিকা ট্রায়ালের প্রস্তাব দিয়েছে। খবর রয়টার্সের।

বাংলাদেশে চীনও ট্রায়াল দিতে চেয়েছিল। সরকার রাজি থাকলেও আর্থিক চুক্তি নিয়ে দুই পক্ষ সমঝোতায় না পৌঁছানোয় সেটি হয়নি।

রয়টার্স লিখেছে, এই টিকা ভারত চলতি মাসে জরুরি ভিত্তিতে কিছু মানুষকে দেবে। তারা নিজেদের দেশে যে ট্রায়াল চালিয়েছে, তার তৃতীয় ধাপের ফলাফল এখনো প্রকাশ করা হয়নি।

বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের ডিরেক্টর মাহমুদ-উজ-জাহান রয়টার্সকে বলেছেন, ‘আমরা তাদের প্রস্তাব পেয়েছি। এখন এটি যাচাই-বাছাই করা হবে।’

নিজস্ব সূত্রের বরাত দিয়ে রয়টার্স লিখেছে, ‘ভারত বায়োটেকের পক্ষে এই ট্রায়াল চালাতে চায় ঢাকার আইসিডিডিআর, বি।’

এ বিষয়ে আইসিডিডিআর,বি-এর কোনো কর্মকর্তা এখনই মন্তব্য করতে রাজি হননি।

বাংলাদেশ ইতিমধ্যে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে ২০ লাখ টিকা পেয়েছে। এই টিকা অক্সফোর্ডের।

বাংলাদেশ সরকার বলছে, এই মুহূর্তে ভারত বায়োটেকের টিকা কেনার কোনো পরিকল্পনা নেই।

একমাত্র ব্রাজিল কোভ্যাক্সিন নামের এই টিকা কিনতে চাওয়ার ঘোষণা দিয়েছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here