করোনায় গত ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৭৮

0
0

নিজস্ব প্রতিবেদক: মহামারি নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরো ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে সাত হাজার ৮৮৩ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরো ৫৭৮ জন করোনাভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে। দেশে মোট পাঁচ লাখ ২৭ হাজার ৬৩ জন করোনায় আক্রান্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৬৩৩ জন। এ নিয়ে দেশে মোট চার লাখ ৭১ হাজার ৭৫৬ জন করোনা থেকে সুস্থ হলো।

আজ বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সরকারি ও বেসরকারি ১৯৯ ল্যাবে আরটি-পিসিআর, জিন এক্সপার্ট ও র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার জন্য ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১২ হাজার ২১২টি এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২১৫টি। এ নিয়ে মোট নমুনা পরীক্ষা করা হলো ৩৪ লাখ ৪৪ হাজার সাতটি।

নমুনা পরীক্ষা বিবেচনায় ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ৭৩ শতাংশ। আর মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্ত হয়েছেন ১৫ দশমিক ৩০ শতাংশ।

নতুন যে ২১ জন মারা গেছে তাদের মধ্যে পুরুষ ১৩ এবং নারী আটজন। এখন পর্যন্ত মোট মারা যাওয়াদের মধ্যে পুরুষ পাঁচ হাজার ৯৭৬ জন বা ৭৫ দশমিক ৮০ শতাংশ এবং নারী এক হাজার ৯০৭ জন বা ২৪ দশমিক ১৯ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৪৯ শতাংশ।

করোনা থেকে সুস্থ হয়েছে আরো ৬৩৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭১ হাজার ৭৫৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমকি ৫১ শতাংশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here