শনিবার থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

0
0

নিজস্ব প্রতিবেদক: ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ১৯তম আসর শুরু হবে আগামী ১৬ জানুয়ারি। চলবে ২৪ জানুয়ারি পর্যন্ত। ১৬ জানুয়ারি বিকেলে জাতীয় জাদুঘরে এই উৎসবের উদ্বোধন করা হবে। এবারও এই উৎসবটির আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। ‘বেটার ফিল্ম, বেটার অডিয়েন্স অ্যান্ড বেটার সোসাইটি’এই স্লোগানে অনুষ্ঠিত হবে এবারের উৎসবটি। আজ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর ঢাকা ক্লাবে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আয়োজকরা।

এবারের উৎসবে ৭৩টি দেশের ২২৫টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার, জাতীয় জাদুঘর, ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মিলনায়তনে দর্শকরা ছবিগুলো দেখতে পাবেন। এছাড়াও অনলাইনেও চলচ্চিত্র দেখতে পাবেন দর্শকরা।

মুজিব শতবর্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করা হয়েছে এবাবের উৎসব। ছবির প্রদর্শন ছাড়াও থাকছে এশিয়ান প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দ্যা ওয়ার্ল্ড, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেনস ফিল্ম, উইমেনস ফিল্ম সেশনসহ বেশ কয়েকটি প্রতিযোগিতা পর্ব।

উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে স্বাস্থ্যবিধি মেনে উৎসবের আয়োজন করেছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here