খোকনের বিরুদ্ধে মানহানির মামলা করার ঘোষণা তাপসের

0
0

দুর্নীতিতে জড়িয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিগত মেয়র সাঈদ খোকনের দেওয়া বক্তব্যে মানহানির অভিযোগ এনে মামলা করার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র ফজলে নূর তাপস।

সোমবার বেলা ১১টার দিকে টিটিপাড়ায় পানির পাম্প পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় তিনি আরও বলেন, ওয়াসা যেসব খালগুলো সিটি করপোরেশন কর্তৃপক্ষে কাছে হস্তান্তর করেছে, তার মধ্যে যেগুলো ঠিকঠাক নেই সেগুলো নেওয়া হবে না।

প্রসঙ্গত, শনিবার রাজধানীতে এক মানববন্ধনে সাঈদ খোকন বলেছেন, ‘তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তরিত করেছেন এবং শত শত কোটি টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠান বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা লাভ হিসেবে গ্রহণ করছেন।’

এর প্রতিক্রিয়া রবিবার তাপস এক কর্মসূচিতে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছিলেন, ‘কেউ যদি ব্যক্তিগত আক্রোশের বশবর্তী হয়ে কোনো কিছু বলে থাকেন, সেটার জবাব আমি দায়িত্বশীল পদে থেকে দেওয়াটা সমীচীন মনে করি না।’

এছাড়া স্থানীয় সরকার আইন অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন- সাঈদ খোকনের এমন অভিযোগের জবাবে তিনি বলেছিলেন, ‘এটা ওনার ব্যক্তিগত অভিমত। এটার কোনো গুরুত্ব বহন করে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here