লন্ডন থেকে সিলেটে ফিরে কোয়ারেন্টিনে ৪৮ যাত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক : লন্ডন থেকে দেশে ফিরলেন ৪৮ যাত্রী। পরে তাদের সরকার নির্ধারিত নিয়মে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এর আগে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে দেশের উদ্দেশ্যে রওনা দেন তারা। ৪৮জন যাত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের (বিজি ২০২) ফ্লাইটি আজ (সোমবার) দুপুরে সিলেট ওসমানী বিমানবন্দরে অবতরণ করে। এর পর তাদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর বাধ্যতামূলক কোয়ারেন্টিনে পাঠানো হয়।

তাদের জন্য দুটি হোটেল নির্ধারণ করা হয়েছে। সেখানে তাদের সবাইকেই নিজ খরচে ১৪ দিন কোয়ারাইন্টানে থাকতে হবে।

এর আগে (২৮ ডিসেম্বর) মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে সিদ্ধান্ত হয়, লন্ডন থেকে দেশে এলেই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হবে। হোটেলে কোয়ারেন্টাইনে থাকলে সংশ্লিষ্ট ব্যক্তিকে হোটেল খরচ দিতে হবে। যুক্তরাজ্যে করোনা ভাইরাসের নতুন ধরন দ্রুত ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here