টিকা রফতানিতে ভারতের নিষেধাজ্ঞা: অনিশ্চয়তায় বাংলাদেশ

0
0

নিজস্ব প্রতিবেদক: ভারতে উৎপাদিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়ায় করোনা অতিমারীর টিকা পেতে অনিশ্চয়তায় পড়েছে বাংলাদেশ। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তিন কোটি ডোজ করোনাভাইরাসের টিকা কিনতে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বাংলাদেশের বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে সরকার। সেই চুক্তি মোতাবেক, চলতি মাসেই (জানুয়ারি, ২০২১) সিরাম ইনস্টিটিউট বাংলাদশকে প্রথম ধাপে ৫০ লাখ ডোজ টিকা সরবরাহের কথা রয়েছে। আগামী ৬ মাসে মোট ৩ কোটি ডোজ টিকা আসার কথা। যা দিয়ে বাংলাদেশের দেড় কোটি মানুষের টিকা প্রদানের পরিকল্পনা রয়েছে। তবে হঠাৎ ভারতে সরকারের নিষেধাজ্ঞার কারণে এই টিকা পেতে আরো কয়েক মাস লেগে যেতে পারে বলে আশংকা করা হচ্ছে।

এদিকে, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানিয়েছেন, ভারতের কাছ থেকে করোনার ভ্যাকসিন পেতে দিল্লির সঙ্গে যোগাযোগ করেছে ঢাকা। শিগগিরই এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। আজ সোমবার (০৪ জানুয়ারি) সকালে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন ভারত রফতানি না করার বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় জানতে পারে। তিনি আরও বলেন, সকালে আমি সাংবাদিকদের ফোনে বিষয়টি জানতে পারি। কিছুক্ষণ পর মন্ত্রণালয়ে জিজ্ঞেস করব, তারা কিছু জানে কি না।

এর আগে গতকাল (রোববার) মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেয়া সাক্ষাৎকারে সিরাম ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আদর পুনাওয়ালা জানান, রোববার ভারতের নিয়ন্ত্রণ সংস্থা তাদের টিকার জরুরি অনুমোদন দিয়েছে। তবে শর্ত হচ্ছে ভারতের সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সিরাম ইনস্টিটিউটের টিকা রফতানি করা হবে না।

‘আমরা এ মুহূর্তে শুধু ভারত সরকারকে টিকা সরবরাহ করতে পারব। টিকা মজুত না করারও নির্দেশ দেওয়া হয়েছে।’পুনাওয়ালা আরও বলেন, ভারতের অন্তভ্যরীণ বাজারে টিকা বিক্রি করা থেকেও সিরামকে বিরত থাকতে বলা হয়েছে। সূূত্র বৈখাশি টিভি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here