বাংলাদেশ-আসাম সীমান্তে ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ

0
14

ভারতের আসাম সীমান্তে বাংলাদেশের সঙ্গে যুক্ত ২০০ মিটার দীর্ঘ এক সুড়ঙ্গপথের সন্ধান মিলেছে। সুড়ঙ্গপথটি পাচার এবং অপহরণের কাজে ব্যবহৃত হতো বলে ধারণা করা হচ্ছে।

আনন্দবাজার জানায়, এক অপহরণের ঘটনা তদন্তে নেমে এই সুড়ঙ্গের সন্ধান মিলে আসামের করিমগঞ্জ জেলার বালিয়ায়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত রবিবার নিলামবাজার থানার শিলুয়া গ্রামের বাসিন্দা দিলোয়ার হোসেনকে তুলে নিয়ে যায় এক দল দুষ্কৃতী। পরে বাড়িতে ফোন করে পাঁচ লাখ রুপি দাবি করে।

বাংলাদেশি ফোন নম্বর দেখে চিন্তা বেড়ে যায় পরিবারের সদস্যদের। পুলিশের পরামর্শে শুরু হয় মুক্তিপণ কমানোর জন্য দর-কষাকষি। কিন্তু অপহরণকারীরা অনড় থাকায় পাঁচ লাখ রুপি দিতেই সম্মত হয় পরিবার।

এর পরেই ফোনের অন্য প্রান্ত থেকে কড়া নির্দেশ আসে- কাউকে না জানিয়ে রুপি জমা করতে হবে পার্শ্ববর্তী নয়াগ্রামের এলিমুদ্দিনের কাছে।

এতে সূত্র পেয়ে যায় ভারতীয় পুলিশ। বুধবার এলিমকে গ্রেপ্তার করা হয়। সীমান্ত সংলগ্ন এলাকায় শুরু হয় জোর তল্লাশি। এতে সুড়ঙ্গের বিষয়টি প্রকাশ হয়ে যেতে পারে আশঙ্কায় দুষ্কৃতীরা দিলোয়ারকে ছেড়ে দেয়। ফিরে এসে তিনিই পুলিশকে সুড়ঙ্গের কথা জানান।

শুক্রবার দল বেঁধে পুলিশ অফিসাররা বালিয়ায় যান। নেতৃত্বে ছিলেন খোদ পুলিশ সুপার ময়ঙ্ককুমার ঝা। জঙ্গলঘেরা এলাকায় প্রায় দুইশ’ মিটার দীর্ঘ সুড়ঙ্গ। বাইরে থেকে বিষয়টি কল্পনা করাও কঠিন। মনে হয়, সাধারণ এক গর্তমাত্র।

দিলোয়ার জানান, বাংলাদেশ প্রান্তেও ওই একই চেহারা। ওই পথে দুষ্কৃতীরা নিয়মিত যাতায়াত করে। চলে পাচার বাণিজ্যও।

পুলিশ সুপার জানান, তৎক্ষণাৎ সুড়ঙ্গের ভারতীয় অংশের মুখ বন্ধ করতে বিএসএফকে বলা হয়েছে। তিনি তাদের কমান্ড্যান্টের সঙ্গেও যোগাযোগ রাখছেন।

আন্তর্জাতিক অপহরণকারী চক্রের এ পারের সবাইকে গ্রেপ্তার করা হবে আশ্বস্ত করে তিনি বলেন, এরই মধ্যে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here