ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক এম এস ধোনির রাঁচি ফার্মহাউসের শাকসবজি ইতিমধ্যেই স্থানীয় বাজারে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে এবং শিগগিরই আরব আমিরাতের দুবাইয়ের বাজারে নামছে। রাঁচির রিং রোডের পাশে সিম্বো গ্রামে ধোনির ফার্মহাউস। এটি ১০ বিঘার বেশি জমি নিয়ে হলেও পুরো ফার্মহাউস অনেক বড়, প্রায় ৪৩ বিঘা। সেখানে যেসব সবজি চাষ করা হয় তার মধ্যে রয়েছে- স্ট্রবেরি, বাঁধাকপি, টমেটো, ব্রকোলি, মটরশুঁটি, পেঁপে।
ক্রিকেট থেকে অবসর নিয়ে নিজের অন্যান্য ইচ্ছেগুলো পূরণ করছেন ধোনি। তারই প্রাথমিক ধাপ হিসেবে ধোনি ‘কৃষক’ হয়ে উঠেছেন। জৈব চাষে মন দিয়েছেন। পাশাপাশি ডেইরি এবং মুরগিও প্রতিপালন করছেন।
রাঁচির বাজারে ধোনির বাঁধাকপির রয়েছে ব্যাপক চাহিদা। নতুন খবর হলো- ধোনির ফার্মহাউসে চাষজাত দ্রব্য এবার পৌঁছে যাবে বিদেশেও। দুবাইয়ে এখন থেকে ধোনির ফার্মহাউসের সবজি পাওয়া যাবে। ইন্ডিয়া টুডে, ইন্ডিয়ান এক্সপ্রেসসহ ভারতের অনেক পত্রিকা এ খবর নিশ্চিত করেছে।
ঝাড়খণ্ডের রাজ্য কৃষি দপ্তর খোদ তার কৃষিজাত পণ্য দুবাইয়ে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছে। যে এজেন্সির মাধ্যমে এই পণ্য বণ্টন করা হবে, তাও নির্ধারিত হয়ে গেছে- অল সিজন ফার্ম ফ্রেশ এজেন্সি। সবকিছু এখন একেবারে শেষ পর্যায়ে। শুধু আরব আমিরাতেই নয় উপসাগরীয় অন্যান্য দেশেও এই পণ্য সরবরাহ করবে সংশ্লিষ্ট এজেন্সি।
আর এত বড় ব্যবসায়িক সাফল্যের পেছনের মূল অবদান ‘ব্র্যান্ড ধোনি’র। ব্র্যান্ড ধোনি শুধু ভারতেই নয়, বিদেশেও জনপ্রিয়। এখনও ধোনি শুধু বিজ্ঞাপন এবং এন্ডোর্সমেন্ট থেকেই কোটি কোটি টাকা উপার্জন করেন। তার ফার্মহাউসের সবজির বিক্রির ক্ষেত্রেও এই ব্র্যান্ড ধোনি কাজে লাগছে। ঝাড়খণ্ডের সবজির সাথে ধোনির এই ইমেজের নাম জড়ানোয় সেখানকার কৃষকরাও খুব উপকৃত হবে বলে ধারণা করা হচ্ছে।