করোনা পরিস্থিতির উন্নতি হলেই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে: প্রধানমন্ত্রী

0
0

 

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামী বছরে করোনা পরিস্থিতির উন্নতি হলে শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, না হলে অনলাইনেই পাঠদান চলবে। তিনি বলেন, শিক্ষক ও শিক্ষার্থীদের সুরক্ষিত রাখতেই প্রতিষ্ঠানগুলো বন্ধ রাখা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বই উৎসবে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ২০২১ সালের পাঠ্যাপুস্তক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে এসব বলেন প্রধানমন্ত্রী।

প্রতিবছরের শেষ দিন গণভবনে, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে করোনা পরিস্থিতির কারনে এবছর সেই আয়োজনে ছিল ভিন্নতা। এবার, রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজন করা হয় ২০২১ শিক্ষাবর্ষের বিভিন্ন স্তরের শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রমের। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনা অতিমারির মধ্যেও নতুন বছরের বই ছাপানো-সরবরাহসহ সফলতার সাথে সামগ্রিক কার্যক্রম সম্পন্ন করায় সংশ্লিষ্টদের অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। বলেন, শিক্ষিত জাতি গঠনে আন্তরিক তার সরকার।

করোনা অতিমারি থেকে সুরক্ষিত রাখতেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।

অনলাইনে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন শেখ হাসিনা।

করোনা অতিমারি মোকাবেলায় সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। শুধু পাঠ্যপুস্তকে মনোনিবেশ না করে শিক্ষার্থীদের বিভিন্ন সৃজনশীল কর্মকান্ডের সাথে সম্পৃক্ত করতে অভিভাবকদের প্রতি আহ্বানও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here