করোনার টিকা পাসপোর্টের অ্যাপ হচ্ছে

0
0

করোনাভাইরাসের টিকা উদ্ভাবনের কারণে অনেকেই নতুন বছরে ভ্রমণে বেরোনোর কথা ভাবছেন। কিন্তু ভবিষ্যতে হয়তো ভ্রমণের সময় করোনা ভাইরাস বিষয়ক তথ্যাদির এক রকম সনদও সঙ্গে থাকা লাগবে। এটাকে বলা হচ্ছে ভ্যাকসিন পাসপোর্ট।

সিএনএন জানিয়েছে, প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো একটা অ্যাপ বানানোর চেষ্টা করছে, যা কোনো ব্যক্তির করোনা ভাইরাস সংক্রমণের ইতিহাস, মেডিক্যাল ইতিহাস ও টিকা গ্রহণের তথ্যগুলো সংরক্ষণ করতে পারবে। প্রয়োজনমতো ওই অ্যাপ থেকেই সংশ্লিষ্ট দপ্তরে বা কেন্দ্রে দেখিয়ে ভ্রমণ বা প্রবেশাধিকার মিলবে।

এ অ্যাপটির নাম আপাতত রাখা হয়েছে কমনপাস অ্যাপ। কোভিড-১৯ রোগে আক্রান্ত কি না, এ বিষয়ক পরীক্ষার ফল এখানে আপলোড করার সুবিধা থাকবে। টিকা গ্রহণের পর হাসপাতাল বা সেবা কেন্দ্র থেকে প্রদত্ত সনদের ডিজিটাল কপিও এ অ্যাপে রাখা যাবে। এসব তথ্যের ভিত্তিতে একটি স্বাস্থ্য সনদ বা ভ্রমণের ছাড়পত্র কিউআর কোড আকারে তৈরি করবে অ্যাপটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here