সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় চোরাচালানকারী নিহত

0
0

ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে বিজিবির সঙ্গে গোলাগুলিতে ভারতীয় এক চোরাচালানকারী নিহত হয়েছে। এ ঘটনায় বিজিবির এক সদস্যও আহত হয়েছেন।

সোমবার দিবাগত মধ্যরাতে উপজেলার সূর্যপুর ডুমলিকুড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি গোবরাকুড়া ক্যাম্প কমান্ডার উমর ফারুক।

তিনি বলেন, সোমবার দিবাগত গভীর রাতে একদল চোরাকারবারীকে ধাওয়া দেয় সূর্যপুর বিওপি বিজিবির টহলদল। এ সময় উভয়পক্ষে গোলাগুলি হয়। এতে এক বিজিবি সদস্য আহত হন এবং ভারতীয় এক চোরাকারবারী নিহত হয়। তবে তার নাম-পরিচয় এখনো জানা যায়নি।

এ বিষয়ে হালুয়াঘাট থানার ওসি মাহমুদুল হাসান বলেন, সোমবার রাতে ভারতীয় চোরাকারবারী বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি তাদের ধাওয়া করে। বিজিবির সঙ্গে তাদের গোলাগুলি হয়।
এতে ওই চোরাকারবারী নিহত হয়েছেন। তবে তার নাম-ঠিকানা এখনো জানা যায়নি। ঘটনাস্থরে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here