নেপালের রাজনীতিতে কলকাঠি নাড়াতে চীনের ‘দৌড়ঝাঁপ’

0
0

রাজনৈতিক সংকটের মধ্যে নেপাল সফরে চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) আন্তর্জাতিক বিভাগের উপমন্ত্রী গুও ইয়াজহুর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল। প্রতিনিধি দলটি নেপালের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির (এনসিপি) দুই দলের মধ্যে বিভক্তি নিরসনে দেশটির প্রবীণ নেতাদের সঙ্গে আলোচনার আগে প্রেসিডেন্ট বিদ্যা দেবি ভাণ্ডারীর সঙ্গে বৈঠক করেছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, উপমন্ত্রী গুও ইয়াজহু রবিবার নেপালের রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট ভাণ্ডারীর সঙ্গে দেখা করেছেন। নেপাল রাষ্ট্রপতির ভবনের এক কর্মকর্তা বলেন, দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে।

সূত্র জানিয়েছে, এনসিপি দলের প্রবীণ সব নেতাদের ব্যক্তিগত ভাবে চিনেন গুও। সোমবার নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সঙ্গে সাক্ষাত করার কথা আছে গুও’র।

এরপর গুওর এনসিপি’র প্রবীণ সব নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন। এসব নেতাদের মধ্যে এনসিপি’র নির্বাহী চেয়ারম্যান পুষ্প কামালও আছেন।

ধারণা করা হচ্ছে, নেপালের বর্তমান রাজনৈতিক সংকট মূল্যায়ন ও এনসিপিতে ভাঙন ঠেকাতে দেশটিতে চীন উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।

সূত্র মতে, আপাতত দৃষ্টিতে চীনা কমিউনিস্ট পার্টির ভাঙ্গনে খুশি নয় চীন। তাই গুওর চার দিনের সফরে তিনি দলটির মধ্যে ভাঙ্গন রোধের যথা সম্ভব চেষ্টা চালাবেন মনে ধারণা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here