চলন্ত বাসে ধর্ষণচেষ্টা : আদালতে হেলপারের স্বীকারোক্তি

0
0

সুনামগঞ্জের দিরাইয়ে চলন্ত বাসে কলেজছাত্রীকে ধর্ষণচেষ্টায় গ্রেপ্তার বাসের হেলপার আব্দুর রশিদকে মঙ্গলবার দুপুরে আদালতে পাঠিয়েছে পুলিশ। আব্দুর রশিদ ১৬৪ ধারার জবানবন্দিতে কলেজছাত্রীকে ধর্ষণ চেষ্টার কথা স্বীকার করেছেন। সুনামগঞ্জের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. রাগীব নূর এর আদালতে হাজির করার পর সেখানেই তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাসের হেলপার আব্দুর রশিদ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গিরচর গ্রামের হাবিব আহমদের ছেলে। সোমবার ভোররাতে সিলেটের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) বাস মালিকের সহায়তায় ছাতক উপজেলার বুরাইরগাঁও গ্রামের শশুরবাড়ি থেকে আব্দুর রশিদকে আটক করে।

গত ২৬ ডিসেম্বর শনিবার দুপুরে সিলেটের লামাকাজি থেকে দিরাইয়ের মজলিশপুরে বাড়িতে আসছিল ওই ছাত্রী। দিরাই পৌরসভার সুজানগর গ্রামের পাশে যাত্রীবাহী বাসের সব যাত্রী নেমে গেলে তাকে একা পেয়ে চালক ও হেলপার কলেজছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় ওই ছাত্রী চলন্ত বাস থেকে লাফিয়ে পড়ে আহত হয়। স্থানীয়রা তাকে রাস্তার পাশে আহত অবস্থায় দেখতে পেয়ে দিরাই হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এখনো তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. আশেক সুজা মামুন বলেন, সোমবার ছাতক থেকে হেল্পার আব্দুর রশিদকে আটকের পর আজ সুনামগঞ্জে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here