ট্রেন-ট্রাক সংঘর্ষের ৫ ঘণ্টা পর জানা গেল গেইটকিপার মারা গেছেন

0
0

দিনাজপুরের ফুলবাড়ীতে মালবাহী ট্রেন-ট্রাক সংঘর্ষে সেখানকার দায়িত্বরত গেইট কিপার সুশান্ত কুমার দাস (৩২) নিহত হয়েছেন। এই ঘটনায় ট্রাক চালক সাইদুল ইসলাম (৩৫) গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার রাত একটার দিকে এ দুর্ঘটনা ঘটলেও রেল গেটকিপারের মৃত্যুর বিষয়টি মঙ্গলবার সকালে জানতে পারে।

নিহত গেইট কিপার সুশান্ত কুমার দাস পাবনা জেলার ইশ্বরদী উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। আহত ট্রাক চালক সাইদুল ইসলাম নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার কফিল উদ্দিন মন্ডলের ছেলে।

ঘটনাস্থল থেকে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে ফুলবাড়ী পৌর শহরের ফুলবাড়ী-পার্বতীপুর মহাসড়কের রেলঘুমটি নামক স্থানে রেল ক্রসিংয়ের সময় এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর প্রায় পাঁচ ঘণ্টা ধরে পার্বতীপুর-দিনাজপুর, নীলফামারী সৈয়দপুর-চিলাহাটিসহ এই অঞ্চলের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ ছিল।

মঙ্গলবার সকাল ৭টার দিকে পার্বতীপুর জিআরপি থানা-পুলিশ ঘটনাস্থলে এসে নিহত গেইট কিপার সুশান্ত কুমারের লাশ দুর্ঘটনাকবলিত ট্রাকের নিচ থেকে উদ্ধার করে নিয়ে যায়। তবে রাতে গেইট কিপার সুশান্ত কুমার দাসের নিহতের খবরটি মঙ্গলবার সকালে জানা গেছে।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার ইসরাফিল সরকার জানান, ‘সোমবার দিবাগত রাত ১টা ৪ মিনিটে বিরামপুর থেকে ছেড়ে আসা ২৩-আপ রকেট মেইল নামক ট্রেন ফুলবাড়ী স্টেশনের ১নং লাইনে প্রবেশ করে।

এর ১ মিনিট পরে পার্বতীপুর থেকে ঢাকাগামী এমজিবিসি মালবাহী ট্রেনটি রাত ১টা ৫ মিনিটে স্টেশনের অনুমতি না নিয়ে ফুলবাড়ী স্টেশনের ১নং লাইনে প্রবেশের চেষ্টা করে।

ট্রেনটি পার্বতীপুর থেকে মাল নিয়ে ঢাকা যাচ্ছিল। স্টেশন থেকে ৫০০ গজ উত্তর দিকে ফুলবাড়ী রেলঘুমটি নামকস্থানে ঠাকুরগাঁও থেকে বগুড়াগামী (ঢাকা মেট্রো-ট-১৪-৯৭১৩) ধানবোঝাই একটি ট্রাক ওই রেল ক্রসিং পার হতে গেলে মালবাহী ট্রেনটি ধানবোঝাই ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

দুর্ঘটনার সময় ওই এলাকায় প্রচণ্ড কুয়াশা ছিল। এতে ট্রাকটি ছিটকে রাস্তার ধারে গিয়ে পড়ে। এ সময় ট্রাক চালক সাইদুল ইসলাম আহত হন। মঙ্গলবার সকাল ৭টায় ক্রেনযোগে দুর্ঘটনা কবলিত ট্রাকটি সরানোর সময় ট্রাকের নিচে গেইট কিপার সুশান্ত কুমার দাসের লাশ পাওয়া যায়।

দুর্ঘটনার পর থেকে ৫ ঘণ্টা ওই রেল লাইন দিয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে ২৩-আপ রকেট মেইল ট্রেনটি ভোর ৬টা ১০ মিনিটে ২নং লাইন দিয়ে ছেড়ে যায়। সকাল ৮টায় মালবাহী ট্রেনটি লাইন থেকে সরিয়ে নেয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্টেশন মাস্টার আরও জানান, যেহেতু এমজিবিসি মালবাহী ট্রেনটি স্টেশনে প্রবেশের অনুমতি ছিল না, তাই গেইট কিপার রেলগেইট সিগন্যালটি নামাননি। সেই সময় ওই রেলগেইট দিয়ে কোনো ট্রেন যাওয়ার কথা ছিল না। ট্রেন চালকের ভুলের কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। যদি এমজিবিসি ট্রেনটি স্টেশনের ১নং লাইনে প্রবেশ করতো তাহলে একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল বলে জানান তিনি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here