ভারতে কৃষক ও সরকারের মধ্যে আবার আলোচনার সম্ভাবনা

0
0

দুই-একদিনের মধ্যে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে আন্দোলনরত কৃষকেরা আলোচনায় বসতে যাচ্ছেন বলে জানিয়েছেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার।

শনিবার রাতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং টোমারের সাথে বৈঠকের পর এ কথা জানান তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, নতুন কৃষি আইন আবারো সংস্কার করা হতে পারে। কৃষকরা হ্যাঁ অথবা না ছাড়া এগিয়ে আসলে সরকার আলোচনার জন্য প্রস্তুত আছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

কৃষিমন্ত্রী তাকে জানিয়েছে, আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে। সরকার এই কৃষি আইন সংস্কারের কথাও ভাবতে পারে।

তিন সপ্তাহ ধরে রাজধানী দিল্লীর সীমান্ত আটকে বিক্ষোভ করছে পাঞ্জাব ও হরিয়ানার কৃষকেরা। তাদের দাবি , বিতর্কিত নতুন কৃষি আইন বাতিল করতে হবে। এরইমধ্যে তীব্র শীতে ২৫ কৃষকের মৃত্যু হয়েছে। আর কৃষকদের পক্ষে ধীরে ধীরে দেশের বিভিন্ন এলাকায় সমর্থন বাড়ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here