নাইজেরিয়ায় স্কুলে দুর্বৃত্তদের হানা, ৪০০ শিক্ষার্থী নিখোঁজ

0
0

নাইজেরিয়ায় উত্তর-পশ্চিমাঞ্চলীয় ক্যাটসিনা রাজ্যে গত শুক্রবার রাতে এক মাধ্যমিক বিদ্যালয়ে হামলা চালিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা। এ ঘটনার পর বিদ্যালয়টির প্রায় ৪০০ শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বলে স্থানীয় দুই ব্যক্তি ও পুলিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে। দ্য গার্ডিয়ানের প্রকাশিত খবর।

পুলিশের মুখপাত্র গাম্বো ইসাহ এক বিবৃতিতে বলেন, ক্যানকারা এলাকায় অবস্থিত গভর্নমেন্ট সায়েন্স সেকেন্ডারি স্কুল নামের বিদ্যালয়টিতে শুক্রবার রাত ১০টার দিকে কিছু বন্দুকধারী অতর্কিতে ঢুকে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলে থাকা পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় শিক্ষার্থীরা নিরাপদ স্থানে যেতে ছোটাছুটি শুরু করে।

ক্যাটসিনা নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ এলাকা। দুর্বৃত্তরা স্থানীয় লোকজনের ওপর নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে থাকে। গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোর্নিও রাজ্যে সশস্ত্র ব্যক্তিদের হামলায় বেশ কয়েকজন কৃষক নিহত হন। তাঁদের কাউকে কাউকে শিরশ্ছেদ করা হয়।
পুলিশ বলেছে, কতজন শিক্ষার্থী নিখোঁজ রয়েছে বা অপহরণ করা হয়েছে, তা নির্ণয় করে তাদের উদ্ধারে সেনা ও বিমানবাহিনীর সঙ্গে কাজ করছে পুলিশ। বন্দুকধারীদের হামলার পর সংঘটিত বন্দুকযুদ্ধে পুলিশের এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

এদিকে ওই ঘটনার পর গতকাল শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে সমবেত হন নিখোঁজ প্রায় ৪০০ শিক্ষার্থীর উদ্বিগ্ন স্বজনেরা। একজন অভিভাবক ও বিদ্যালয়টির এক কর্মী রয়টার্সকে বলেন, নিরাপত্তা বাহিনীর কর্মীদের পাশাপাশি বেপরোয়া হয়ে ওঠা স্বজনদের উপস্থিতিতে ঘটনাস্থলে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি হয়।

ক্যাটসিনা নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ বুহারির নিজ এলাকা। দুর্বৃত্তরা স্থানীয় লোকজনের ওপর নিয়মিতভাবে সশস্ত্র হামলা ও মুক্তিপণের দাবিতে তাদের জিম্মি করে থাকে। গত মাসে উত্তর-পশ্চিমাঞ্চলীয় বোর্নিও রাজ্যে সশস্ত্র ব্যক্তিদের হামলায় বেশ কয়েকজন কৃষক নিহত হন। তাঁদের কাউকে কাউকে শিরশ্ছেদ করা হয়।

সর্বশেষ হামলার ঘটনার দিনই প্রেসিডেন্ট বুহারি ওই এলাকায় যান। দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গত সপ্তাহে জাতীয় পরিষদে তাঁর ভাষণ দেওয়ার কথা ছিল। তবে সরকারি কোনো ব্যাখ্যা ছাড়াই তা বাতিল করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here