বাংলাদেশ-ভারত সীমান্তরক্ষী প্রধানদের বৈঠক, মাদক চোরাচালান রুখতে ব্লুপ্রিন্ট

0
0

৯ই ডিসেম্বর থেকে টানা তিনদিন বৈঠকের পর কলকাতার পাঁচতারা একটি হোটেলে যৌথ সাংবাদিক সম্মেলনে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর অন্যতম প্রধানরা জানালেন, মাদক ব্যবসা বন্ধ করতে দু’দেশ একসঙ্গে উদ্যোগ নেবে। ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের দক্ষিণবঙ্গের আই জি অশ্বিনীকুমার এবং বর্ডার গার্ড বাংলাদেশের যশোরের দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান জাকির হোসেন সম্মেলনে বক্তব্য রাখেন।

মূলত বাংলাদেশ-ভারতের মধ্যে ইয়াবা ট্যাবলেট, ফেন্সিডিল এবং গাঁজা কোকেনের চোরাচালান হয়।

বিএসএফ জানায়, ২০১৯ সালে তারা ৫৩ হাজার ৫৬১টি ইয়াবা ট্যাবলেট, এক লক্ষ ৯০ হাজার ৯৬৯ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। অন্য মাদক দ্রব্য উদ্ধার হয়েছে সাড়ে ৩ কেজি। ২০২০ সালে এখন পর্যন্ত তারা উদ্ধার করেছে ৩৭ হাজার ৭৩০ ইয়াবা ট্যাবলেট, ২ লক্ষ ১৬ হাজার ৮৭৪টি ফেন্সিডিলের বোতল ও ৭০০ কেজি ৯৮২ গ্রাম অন্য মাদক।বাংলাদেশের বিজিবি প্রধান জানান, মূলত মুক্ত সীমান্ত দিয়েই বেশি চোরাচালান হচ্ছে।

দু’দেশই যে সীমান্তে চোরাচালান রুখতে যৌথভাবে কাজ করবে তা জানিয়ে দেয়া হয় সম্মেলনে। বিএসএফ-এর এক অফিসারের গরু পাচারচক্রে গ্রেপ্তার হওয়ার প্রসঙ্গটি উঠলে সম্মেলনে উপস্থিত বিএসএফ কর্তা বিষয়টি এড়িয়ে যান।।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here