সরকারিভাবেও জয় নিশ্চিত হলো বাইডেনের

0
16

সংবাদমাধ্যমের ঘোষিত ফলাফলের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হতে সরকারিভাবে প্রয়োজনীয় ইলেকটোরাল কলেজ ভোট পেয়ে গেলেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন।

ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ৫৫ ইলেকটোরাল কলেজকে কর্তৃপক্ষ বাইডেনের পক্ষে ভোট দিতে নিয়োগ দিলে তার সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হয়।

নিউইয়র্ক ডেইলি নিউজের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সেক্রেটারি অব স্টেট অ্যালেক্স পাডিলা আনুষ্ঠানিকভাবে রাজ্যের নির্বাচনের ফলাফল অনুমোদন দেওয়ার পর বাইডেনকে ভোট দিতে প্রতিশ্রুতিবদ্ধ এমন ইলেকটোরাল কলেজের সংখ্যা দাঁড়ায় ২৭৯টিতে। নির্বাচনে জিততে ২৭০টি ইলেকটোরাল ভোটের প্রয়োজন।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে এসব পদক্ষেপ কেবল আনুষ্ঠানিকতা ছাড়া আর কিছু নয়। কিন্তু এবার নির্বাচন নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নানা গোপন পদক্ষেপ এবার নতুন মাত্রা যোগ করেছে।

এখনো তিনি প্রতিদ্বন্দ্বী জো বাইডেনের বিজয়কে অস্বীকার করছেন এবং নির্বাচনের ফল পাল্টে দিতে অব্যাহতভাবে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন।

সব ঠিকঠাক থাকলে আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবেন জো বাইডেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here