আগামী সপ্তাহে করোনার টিকা নেবেন রানি এলিজাবেথ

0
18
Britain's Queen Elizabeth II poses after confering the honour of a knighthood upon 100-year-old veteran Captain Tom Moore during an investiture at Windsor Castle in Windsor, west of London on July 17, 2020. - British World War II veteran Captain Tom Moore was made a a Knight Bachelor (Knighthood) for raising over £32 million for the NHS during the coronavirus pandemic. (Photo by Chris Jackson / POOL / AFP) (Photo by CHRIS JACKSON/POOL/AFP via Getty Images)

আগামী সপ্তাহের মধ্যে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত করোনা টিকা নেবেন।

যুক্তরাজ্যের নিয়ন্ত্রক সংস্থা করোনা ভ্যাকসিনের জরুরি অনুমোদনের পর এ ঘোষণা আসলো।

৯৪ বছর বয়সের রানি এবং তার স্বামী ৯৯ বছরের প্রিন্স ফিলিপ তাদের বয়স এবং প্রচলিত চিকিৎসা নিতে না পারার কারণে আগাম স্বাস্থ্য সুরক্ষার জন্য এই ভ্যাকসিন নিতে যাচ্ছেন।

ব্রিটিশ সংবাদপত্রের প্রতিবেদনে বলা হয়, তথাকথিত অ্যান্টি-ভ্যাক্সেক্সাররা ভ্যাকসিন গ্রহণে নিরুৎসাহিত করতে পারে এমন আশঙ্কার মধ্যে লোকদের ভ্যাকসিন গ্রহণে উৎসাহিত করতে ব্রিটেনের রাজ পরিবারের সিনিয়ররা এই ভ্যাকসিন গ্রহণ করতে যাচ্ছেন।

ব্রিটেন বুধবার ফাইজার-বায়োএনটেক উদ্ভাবিত ভ্যাকসিন প্রয়োগের অনুমোদন দিয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা বয়স ও স্বাস্থ্যঝুঁকি রয়েছে এমন লোকদের ভ্যাকসিন গ্রহণে অগ্রাধিকার নির্ধারণ করেছেন।

বৃদ্ধাশ্রমে থাকা লোকদের, তাদের সেবাকারীদের প্রথমে এই টিকা দেওয়া হবে। এরপরেই ৮০ বছরের অধিক বয়স্ক এবং সম্মুখসারির স্বাস্থ্যকর্মীদের টিকা দেওয়া হবে।

ব্রিটেন ৪ কোটি ডোজ ভ্যাকসিনের অর্ডার দিয়েছে। প্রাথমিকভাবে ৮ লাখ ডোজ পাওয়া গেছে। আগামী সপ্তাহে টিকাদান কার্যক্রম শুরু হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here