নিজস্ব প্রতিবেদক: দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্তে ১০ জেলায় অ্যান্টিজেন পরীক্ষা শুরু হয়েছে। আজ শনিবার সকালে ভার্চুয়াল পরিসরে অ্যান্টিজেন পরীক্ষা উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান, পর্যায়ক্রমে অন্য জেলাগুলোতেও এই পরীক্ষা করা হবে।
দ্রুত ফল পাওয়ার কারণে জনগণ এই টেস্টে আগ্রহী হবে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।
স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে করোনার র্যাপিড টেস্ট বিষয়ে খসড়া নীতিমালা অনুমোদন ও অ্যান্টিজেন পরীক্ষা চালুর সুপারিশ করার প্রায় তিন মাস পর শুরু হলো করোনার অ্যান্টিজেন পরীক্ষা। প্রথম দফায় পিসিআর ল্যাব নেই এমন তৃণমূল ১০টি জেলার সদর হাসপাতালে এই পরীক্ষা চালু করা হয়েছে।
গাইবান্ধা, পঞ্চগড়, জয়পুরহাট, যশোর, মেহেরপুর, ব্রাহ্মণবাড়িয়া, পটুয়াখালী, মুন্সিগঞ্জ, মাদারীপুর ও সিলেটের সিভিল সার্জনদের সঙ্গে নিয়ে ভার্চুয়াল পরিসরে এই পরীক্ষা উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী।
এই টেস্টের সব ব্যবস্থা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা মেনেই করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। ১০ জেলার ফলের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
ভারতের সেরাম ইন্সটিটিউটের ভ্যাকসিনের ব্যবহার শুরু হলেই বাংলাদেশ তা পাবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।