প্রতীক পেয়ে উৎসব মুখর পরিবেশে প্রচারণা শুরু প্রার্থীদের

0
0

মীর আনিস/ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ও মধুখালী পৌর সভা নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। প্রতীক পেয়েই প্রার্থীরা প্রচারনা শুরু করেছেন। প্রার্থীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময়, মতবিনিময় সভা এবং মিছিল করেছেন প্রার্থী ও তাদের সমর্থকরা।

ফরিদপুর পৌরসভা: নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী অমিতাভ বোস ও বিএনপির প্রার্থী নায়েবা ইউসুফ ও অন্যান্য কমিশনার ও সংরক্ষিত মহিলা কমিশনার প্রার্থীরাও প্রতীক পেয়েই জনসংযোগে নেমেছেন।

মধুখালী পৌরসভা : নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। মঙ্গলবার দুপুরে আওয়ামী লীগের মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন ও বিএনপির প্রার্থী শাহাবুদ্দীন আহমেদ সতেজ প্রতীক পেয়েই জনসংযোগে নেমেছেন। একই সময়ে অন্যান্য কমিশনার ও সংরক্ষিত মহিলা কমিশনার প্রার্থীরাও প্রচারনা শুরু করেন।

এদিকে, প্রতীক বরাদ্দের বিকাল ৩টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারনা শুরু করবেন বলে জানান আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমন।
বিএনপি প্রার্থী শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ বলেন, আনুষ্ঠানিকভাবে প্রতীক পেয়ে প্রচারনা শুরু করেছি। মধুখালীবাসীর কাছে আবেদন জানাবো, ধানের শীষ শান্তি ও উন্নয়নের প্রতীক। সেই শান্তির প্রতীক নিয়ে মধুখালীবাসীর কাছে অনুরোধ জানাবো উন্নয়ন ও শান্তি বজায় রাখার জন্য আজকে যারা অরাজকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে ধানের শীষে ভোট দিন।’

মঙ্গলবার প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা প্রচার-প্রচারণা করতে পারলেও কোনো দালান ও দালানের দেয়াল, বেড়া, যানবাহন, বিদ্যুতের খুঁটি বা গাছে আঠা বা অন্য কোনো পদার্থ দ্বারা পোস্টার লাগানো যাবে না। তবে ভোট কেন্দ্র ব্যতিত নির্বাচনী এলাকার যে কোনো স্থানে পোষ্টার, হ্যান্ডবিল, লিফলেট ঝুলাইতে বা টাঙ্গাতে পারবেন। কোনো অবস্থাতেই রঙ্গিন পোস্টার ছাপানো বা লাগানো যাবে না। পোস্টারে নিজের ছবি ও প্রতীক ছাড়া অন্য কারো ছবি বা প্রতীক ছাপানো যাবে না। তবে প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজনৈতিক দলের মনোনীত হলে দলীয় প্রধানের ছবি পোষ্টার বা লিফলেটে ছাপাতে পারবেন। পোষ্টার ৬০ সেন্টিমিটার বাই ৪৫ সেন্টিমিটার সাইজের সাদা-কালো কাগজের পোস্টার দড়ি, সুতলী বা রশি দিয়ে ঝুলিয়ে বা টাঙ্গিয়ে দেয়া যাবে। পোস্টারের যে কোনো স্থানে মুদ্রণকারী প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, মুদ্রণের তারিখ, পোস্টারের মোট সংখ্যা অবশ্যই থাকতে হবে। নির্বাচনী প্রতীকের আকার দৈর্ঘ্য, প্রস্ত ও উচ্চতা কোনো অবস্থাতেই তিন মিটারের অধিক হতে পারবেনা।রিটার্নিং কর্মকর্তা বলেন, নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড প্রার্থীদের অন্যতম প্রধান একটি চাওয়া। এটি প্রতিষ্ঠা করতে নির্বাচন কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। মেয়র ও কাউন্সিলর প্রার্থী প্রতিটি ওয়ার্ডে একটি করে মাইক ব্যবহার করতে পারবেন। এক ওয়াডের মাইক অন্য ওয়ার্ডে প্রবেশ করতে পারবে না।
আগামী ১০ ডিসেম্বর ভোট গ্রহন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here