প্রতীক বরাদ্দ না হলেও থেমে নেই প্রচারণা

0
0

মীর আনিস/ফরিদপুর সংবাদদাতা : ফরিদপুর ও মধুখালী পৌর নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু না হলেও থেমে নেই প্রচার-প্রচারণা।পৌর নির্বাচনে প্রতীক বরাদ্দ না হলেও প্রচার প্রচারণা থেমে নেই মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। সমর্থন আদায়ে দিচ্ছেন মডেল পৌরসভার প্রতিশ্রুতি। আর ভোটাররা বলছেন, পুর্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন।

সকাল থেকেইফরিদপুর ও মধুখালী পৌরসভার অলিগলিতে প্রচারণা শুরু করেন মেয়র প্রার্থীরা। পিছিয়ে নেই কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিল প্রার্থীরা। পৌরসভার উন্নয়নে প্রতিশ্রুতির বাণী নিয়ে যাচ্ছেন ভোটারদের কাছে। এদিকে জেলা নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে সব ধরণের প্রস্তুতি নিয়েছেন তারা।

দুই পৌরসভার নির্বাচনে আনুষ্ঠানিক প্রচার শুরু হতে আরও প্রায় তিনদিন বাকি। তবে মূল দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির মেয়র পদপ্রার্থী ঘোষণার মধ্য দিয়ে শুরু হয়ে গেছে ভোটের লড়াই। নৌকা ও ধানের শীষ প্রতীকে মেয়র প্রার্থীর সামনে নতুন প্রতিপক্ষ। তাই নতুন কৌশল নিয়ে প্রচারে নামার পরিকল্পনা করছেন মেয়র প্রার্থীরা।
মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা অনলাইন মাধ্যমে ছবি, পোস্টার, ভিডিও গ্রাফিকসসহ নানা উপায়ে তাঁরা ভোটারদের আকৃষ্ট করার চেষ্টা করছেন। প্রচারণায় ফেসবুক, ওয়েবসাইট, ইউটিউব, টুইটারসহ নানা মাধ্যম ব্যবহৃত হচ্ছে। প্রার্থীরা নিজস্ব ফেসবুক টুইটার ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম দিয়ে প্রচারনা চালিয়ে যাচ্ছে।মেয়র প্রার্থীদেরই অনলাইনে প্রচার-প্রচারণা সবচেয়ে বেশি। তা ছাড়া অনেক কাউন্সিলর পদপ্রার্থী ও তাঁদের সমর্থকেরাও অনলাইনে সরব উপস্থিতির জানান দিচ্ছেন।
ফরিদপুর পৌরসভা: ফরিদপুর পৌরসভায় মুলত লড়াই হবে নৌকা বনাম ধানের শীষের মধ্যে। আওয়ামীলীগ ও বিএনপির মেয়র প্রার্থীরা প্রথম নির্বাচনে অংশগ্রহন করছেন। দুই দলেই আছে গ্রুপিং ও কোন্দল। আওয়ামীলীগের মেয়র প্রার্থী অমিতাভ বোস ও বিএনপির নায়েবা ইউসুফ উভয়ই সজ্জন ব্যক্তি ও ক্লীন ইমেজের অধিকারী।উভয়ই প্রার্থীইনির্বাচিত হলে এ পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভা হিসেবে গড়ে তোলার আশার প্রতিশ্রুতি দিচ্ছেন।

মধুখালী পৌরসভা: মধুখালী পৌরসভায় লড়াই হবে ত্রিমুখী। আওয়ামীলীগ মনোনীত খন্দকার মোরশেদ রহমান লিমন, বিএনপির শাহাবুদ্দীন আহম্মেদ সতেজ ও স্বতন্ত্র প্রার্থী মির্জা মাঝহারুল ইসলাম মিলন, সবারই আছে নিজস্ব ভোট ব্যাংক। নির্বাচনে জেতার জন্য তিনজনই দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তিনজনইনিজস্ব নির্বাচনী কৌশল অবলম্বন করছেন।

আগামী ২৩ নভেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন, ২৫ নভেম্বর থেকে শুরু হচ্ছে নির্বাচনী প্রচারনা ১০ ডিসেম্বর নির্বাচন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here