নিজস্ব প্রতিবেদক : সিলেটের কুমারগাঁও-১২০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের কারণে পুরো সিলেট বিভাগে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিভিয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে কুমারগাঁও পাওয়ার গ্রিডে এই আগুন লাগে।
সিলেট বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলী মোকাম্মেল হোসেন জানান, আগুনে গ্রিডের দুটি ট্রান্সফরমার পুড়ে গেছে। এ অবস্থায় পুরো সিলেটে বিদ্যুৎ সরহরাহ বন্ধ রয়েছে। ফায়ার সার্ভিস ও আমাদের কর্মীরা দুপুর পৌনে একটার দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে ঠিক কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে ফায়ার সার্ভিসের বিশেষজ্ঞ দল।
সিলেটের ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা বলেন, আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে তা এখনো জানা যায়নি।
সিলেটের কুমারগাঁও পাওয়ার গ্রিড ৩৩ কেভির বিদ্যুৎ কেন্দ্র। এখানে ৮ থেকে ১০টি ট্রান্সফার্মার রয়েছে। ট্রান্সফার্মারের পাশাপাশি অনেক কিছুই পুড়ে গেছে।