টাইগ্রে অঞ্চলের সংঘর্ষে পালিয়ে আসা প্রায় ২৫ হাজার ইথিওপীয়ান প্রতিবেশী সুদানে পাড়ি জমিয়েছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সুনা জানিয়েছে, জাতিসঙ্ঘ বলেছে যে তাদের আশ্রয় দানের লক্ষ্যে কাজ করা হচ্ছে।
সংস্থাটি বলেছে, শনিবার থেকে গাদরেফ ও কাসালা রাজ্যে আগত ইথিওপীয় শরণার্থীদের সংখ্যা ২৪ হাজার ৯৪৪ জনে পৌঁছেছে। খবর এএফপি’র।
সুদানের কমিশনার আব্দুল্লাহ সুলেমান শনিবার সুদানের জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থার সহকারী প্রতিনিধিদের সাথে শরনার্থীর আগমন নিয়ে আলোচনার জন্য সীমান্ত অঞ্চল পরিদর্শন করেছেন।
সুনা বলেছে, ইউএনএইচসিআর-এর অগ্রাধিকার হলো শরণার্থীদের আশ্রয়, খাবার ও পানি সরবরাহ করা এবং তারপরে তাদের “নিরাপত্তার কারণে” সীমান্ত থেকে দূরের অঞ্চলে স্থানান্তর করা।
তিনি বলেছেন, জাতিসঙ্ঘের শরণার্থী সংস্থা ইথিওপীয়দের জন্য সুদানে নতুন শিবির স্থাপনের জন্য কাজ করছে।
সুদান ইতোমধ্যে বলেছে যে, সংঘর্ষ থেকে পালিয়ে আসা হাজার হাজার ইথিওপীয়দের তারা উম রাক্বা শিবিরে আশ্রয় দেবে, সেখানে ১৯৮০ সালে হাজার হাজার ইথিওপীয় দুর্ভিক্ষ থেকে পালিয়ে এসেছিল।