বাসে আগুন; জড়িতদের চিহ্নিত করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

0
0

নিজস্ব প্রতিবেদক : বাসে আগুন দিয়ে কারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে সিসি ক্যামেরার ফুটেজ দেখে তা শনাক্ত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি জানান, এদের কারা মদদ দিচ্ছে তাও খতিয়ে দেখা হচ্ছে।

আজ শনিবার সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগুন সন্ত্রাসের মাধ্যমে একটি গোষ্ঠী দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে। ভিডিও ফুটেজ দেখে তাদের সনাক্ত করার কাজ চলছে। আর এদেরকে যারা মদদ দিচ্ছে তাদেরও আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।

রাজধানীতে বাসে আগুন দেয়ার ঘটনায় এখন পর্যন্ত বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা হয়েছে। এসব মামলায় ৫শ’র বেশি অজ্ঞাতনামা আসামি রয়েছে। এদের মধ্যে এখন পর্যন্ত গ্রেফতার হয়েছে ৩৯ জন। গ্রেফতারকৃতদের মধ্যে রিমান্ডে রয়েছে ২৮ জন।

বিশেষ ক্ষমতা আইন ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাগুলো করা হয়েছে। এ ঘটনার সাথে আরো যারা জড়িত, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here