সদ্য শেষ হওয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরাজিত হয়েছেন, এ কথা সবার জানা। তবে এবার নতুন তথ্য জানা গেল।
ট্রাম্পের নির্বাচনী প্রচারণায় দায়িত্ব পালন করা সিক্রেট সার্ভিসের ১৩০ জনের বেশি কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার দ্য ওয়াশিংটন পোস্ট এ খবর প্রকাশ করে।
গত ৩ নভেম্বর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্টিত হয়। ওই নির্বাচেনর আগে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে নির্বাচনী প্রচারণায় অংশ নেন ট্রাম্প। তার নির্বাচনী সমাবেশে হাজার হাজার মানুষ উপস্থিত ছিলেন। ট্রাম্প করোনা স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেননি। প্রেসিডেন্টের নিরাপত্তায় দায়িত্ব পালন করতে হয়েছে সিক্রেট সার্ভিসকে।
করোনা মহামারির শুরু থেকেই ডোনাল্ড ট্রাম্প করোনা নিয়ে উদাসীন ছিলেন। তখন আশঙ্কা করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের উদাসীনতার জন্য যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হবে। শেষ পর্যন্ত তেমনটাই ঘটেছে।
বর্তমানে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে সবার শীর্ষে আছে যুক্তরাষ্ট্র এবং তা প্রতিদিন বেড়ে চলেছে।