নিজস্ব প্রতিবেদক: সনাতন ধর্মাবলম্বীদের কালীপূজা উপলক্ষ্যে লালমনিরহাটের বুড়িমারি ও সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরে আমদানী-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। আজ শনিবার ও রোববার এই দুইদিন স্থলবন্দরের আমদানি রপ্তানি বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থলবন্দর আমদানি রপ্তানিকারক সমিতির সভাপতি রুহুল আমিন বাবুল।
বুড়িমারী স্থলবন্দরের ইমিগ্রেশন কর্মকর্তা জানালেন, কালীপূজা উপলক্ষ্যে শনিবার ও রোববার দু’দিন বন্দর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
দুই দেশের ব্যবসায়ী, কাষ্টমস ও বন্দর কর্তৃপক্ষের যৌথ সিদ্ধান্তে এ ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ১৬নভেম্বর সোমবার সকাল থেকে আমদানী-রপ্তানি কার্যক্রম শুরু হবে। তবে, স্থলবন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও ভারতে অবস্থানরতদের দেশে ফেরা স্বাভাবিক থাকবে।