দুই ভাই বরকত-রুবেলের বিরুদ্ধে দুর্নীতির মামলা

0
0

নিজস্ব প্রতিবেদক: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ফরিদপুরের আলোচিত দুই ভাই সাজ্জাদ হোসেন বরকত ও মো. ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে মামলা করেছে (দুর্নীতি দমন কমিশন) দুদক। আজ বৃহস্পতিবার দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর বাদী হয়ে এই মামলা করেন৷

মামলায় ৭২ কোটি ৮৪ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে সাজ্জাদ হোসেন বরকত ও ইমতিয়াজ হাসান রুবেলের বিরুদ্ধে।

সাজ্জাদ হোসেন ও ইমতিয়াজের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগটি অনুসন্ধান করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. আলী আকবর। অনুসন্ধানে দুই ভাইয়ের বিপুল পরিমাণ অবৈধ সম্পদের খোঁজ পেয়ে তাদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় কমিশন।

জমি দখল ও নামমাত্র মূল্যে কেনা ছিল তাদের বড় নেশা। তারা ৩২৬টি দলিলের বিপরীতে প্রায় ৫০০ বিঘাজমির মালিক হয়েছেন। প্রভাব খাটিয়ে মাস্তানি, চাঁদাবাজি, টেন্ডারবাজির মাধ্যমে সম্পদ অর্জনে তারা ছিলেন বেপরোয়া।

বরকতের নামে ৪৪ কোটি ৪৯ লাখ ৬৮ হাজার ৮৩২ টাকার এবং রুবেলের নামে ২৮ কোটি ৩৫ লাখ ১০ হাজার ১৭০ টাকার অবৈধ সম্পদ পেয়েছে দুদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here